করোনার বিরুদ্ধে জিতেও জীবনযুদ্ধে হার কংগ্রেস নেতা রাজীব সতাবের
পুণের জাহাঙ্গির হাসপাতালে ২৩ এপ্রিল ভর্তি হন রাজীব সতাব (Rajeev Satab)। কোভিড পজিটিভের সঙ্গে ছিল ফুসফুসের সংক্রমণ।
নয়া দিল্লি: প্রয়াত হলেন কংগ্রেস (Congress) নেতা রাজীব সতাব (৪৬)। রবিবার পুণের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রাজ্যসভার এই সাংসদের। গত মাসে করোনা আক্রান্ত হন তিনি। পরে কোভিডমুক্ত হলেও নানান সমস্যা দেখা দেয়। ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে। রবিবার মৃত্যু হয় তাঁর। রাজীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।
গত ২২ এপ্রিল করোনা আক্রান্ত হন রাজীব। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ার পরই তাঁর শরীরে বিরল এক সংক্রমণ ধরা পড়ে। এই দুইয়ের সঙ্গে লড়াইয়ে থেমে গেল রাজীব সতাবের প্রাণ।
Anguished by the passing away of my friend from Parliament, Shri Rajeev Satav Ji. He was an upcoming leader with much potential. Condolences to his family, friends and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 16, 2021
রাজীবের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, ‘সংসদে আমার বন্ধু রাজীব সতাবজীকে হারালাম। উনি এমন একজন উঠতি নেতা ছিলেন যাঁর মধ্যে প্রচুর সম্ভাবনা ছিল। তাঁর পরিবার, প্রিয়জন, বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।’
পুণের জাহাঙ্গির হাসপাতালে ২৩ এপ্রিল ভর্তি হন রাজীব সতাব। কোভিড পজিটিভের সঙ্গে ছিল ফুসফুসের সংক্রমণ। অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রমও দেখা দেয়। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সত্যজিৎ সিং গিল জানান, গত ৯ মে রাজীবের আরটি-পিসিআর সোয়্যাব রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু ফুসফুসের সংক্রমণের কারণে জীবনযুদ্ধ হারতেই হল তরুণ এই কংগ্রেস নেতাকে।
After a prolonged illness, Congress MP Rajeev Satav succumbed to secondary pneumonia with multi-organ dysfunction syndrome on May 16: Medical Director, Jehangir Hospital, Pune pic.twitter.com/cgiRkxf1M8
— ANI (@ANI) May 16, 2021
I’m very sad at the loss of my friend Rajeev Satav. He was a leader with huge potential who embodied the ideals of the Congress.
It’s a big loss for us all. My condolences and love to his family. pic.twitter.com/mineA81UYJ
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2021
রাজীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। টুইটারে রাহুল লেখেন, ‘বন্ধু রাজীব সতাবকে হারালাম। এই বিচ্ছেদের যন্ত্রণা প্রবল। নেতা হিসাবে রাজীব অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন। কংগ্রেসের আদর্শকে প্রকৃত রূপ দিয়েছেন তিনি। তাঁর চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’