Rahul Gandhi: সংসদে ফিরতেই গুরদায়িত্ব রাহুলের কাঁধে, অনাস্থা প্রস্তাব নিয়ে আজ মুখোমুখি নমো-রাগা

No Confidence Motion:আজ অনাস্থা প্রস্তাবের আলোচনায় অংশ নেবেন রাহুল গান্ধী। অনাস্থা প্রস্তাব নিয়ে সূচনা বক্তব্যও রাখতে পারেন তিনিই।  আজ অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের হয়ে বক্তব্য় রাখার কথা ছিল সাংসদ গৌরব গগৌ।

Rahul Gandhi: সংসদে ফিরতেই গুরদায়িত্ব রাহুলের কাঁধে, অনাস্থা প্রস্তাব নিয়ে আজ মুখোমুখি নমো-রাগা
আজ সংসদে মুখোমুখি রাহুল-মোদী।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 7:16 AM

নয়া দিল্লি: মানহানি মামলায় দোষী সাব্যস্ত হতেই খুইয়েছিলেন সাংসদ পদ। সেই রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ দিতেই আবার সেই সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবারই লোকসভার সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়, রাহুল গান্ধীকে সাংসদ পদে পুনর্বহাল করা হল। এরপরই নির্বাসন কাটিয়ে সংসদে আসেন রাহুল গান্ধী। যোগ দেন অধিবেশনেও। তবে আসল পরীক্ষা হবে আজ। অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) নিয়ে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। 

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ অনাস্থা প্রস্তাবের আলোচনায় অংশ নেবেন রাহুল গান্ধী। অনাস্থা প্রস্তাব নিয়ে সূচনা বক্তব্যও রাখতে পারেন তিনিই।  আজ অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের হয়ে বক্তব্য় রাখার কথা ছিল সাংসদ গৌরব গগৌ। কিন্তু সোমবারই রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পাওয়ায় কংগ্রেস চায়, আজ  অনাস্থা প্রস্তাবে গৌরব গগৌয়ের বদলে রাহুল গান্ধীই বক্তব্য রাখুক।

মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবিতে গত ২৬ জুলাই কংগ্রেসের তরফে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন সাংসদ গৌরব গগৌ। স্পিকার সেই প্রস্তাব গ্রহণ করেন। লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির তরফে অনাস্থা প্রস্তাব নিয়ে ৮ অগস্ট থেকে ১০ অগস্ট অবধি সময় ধার্য করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১০ অগস্ট অনাস্থা প্রস্তাবের জবাবি বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, গত জুন মাসেই হিংসা বিধ্বস্ত মণিপুরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানের বাস্তব পরিস্থিতি চাক্ষুষ করার পর তিনি আজ সংসদে মণিপুর নিয়ে কী বলেন, তার দিকেই সকলের নজর থাকবে।

এর আগে ২০১৮ সালেও অনাস্থা প্রস্তাবের আলোচনায় মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই রাহুল গান্ধী চোখ মারেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন, যা নিয়ে এখনও চর্চা হয়। সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছিল।