Gujarat Assembly Election 2022: ‘ক্ষমতায় এলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পরিবর্তন’, ভোটমুখী গুজরাটে একগুচ্ছ প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তাহারে
Gujarat Assembly Election 2022: ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিধানসভা নির্বাচন গুজরাটে। এই আবহে শনিবার ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস।
আমেদাবাদ: ডিসেম্বরের প্রথমেই বিধানসভা নির্বাচন মোদী-শাহের রাজ্যে। তার জন্য জোরকদমে প্রস্তুকি শুরু হয়ে গিয়েছে। এই আবেহই শনিবার নিজেদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস (Congress)। গুজরাটে কংগ্রেস ক্ষমতায় এলে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামের পুনরায় নামকরণের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election) জন্য নির্বাচন ইস্তাহার প্রকাশ করে বর্ষীয়ান নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, কংগ্রেস সরকার গঠন করলে প্রথম মন্ত্রিসভা বৈঠকেই সরকারি নথি হিসেবে এই ইস্তাহার গ্রহণ করবে কংগ্রেস।
প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর দু’ দফায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা গুজরাটে। আর ভোটগণনা হবে ৮ ডিসেম্বর। এই নির্বাচনের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের ইস্তাহারে কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে?
- শিক্ষাক্ষেত্র ও স্বাস্থ্য পরিষেবার লাগামহীন বেসরকারিকরণ বন্ধ করবে কংগ্রেস।
- বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পরিষেবা। ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার।
- কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি।
- গুজরাটের যুবকদের মর্যাদার সঙ্গে জীবনযাপনের ক্ষেত্রে সাহায্য করার জন্য ১০ লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে।
- জনতা মেডিক্যাল স্টোর স্থাপনের পাশাপাশি পুরনো পেনশন স্কিমও ফিরিয়ে আনবে কংগ্রেস।
- যেসব পরিবার করোনা মহামারিতে নিজেদের সদস্যদের হারিয়েছেন তাঁদের চাকরি দেবে কংগ্রেস।
- সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ এবং রাজ্যের অবিবাহিত মহিলা, বিধবা ও বৃদ্ধাদের জন্য মাসিক ২ হাজার টাকার অর্থ সাহায্য।
Release of Congress Party’s Manifesto for #GujaratElections2022 https://t.co/NoWHwQ72mU
— Ashok Gehlot (@ashokgehlot51) November 12, 2022
- গুজরাটের মোতেরাতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পুরনো নাম ফিরিয়ে আনা।
- সরকারের তরফে ৩ হাজার ইংরেজি মাধ্যম স্কুল স্থাপন করা হবে এবং স্নাতকোত্তর করা অবধি রাজ্যের মেয়েদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে।
- গুজরাটে দুর্নীতির জন্য বিজেপিকে দায়ী করে গেহলট বলেছেন, কংগ্রেস ক্ষমতায় আসলে গত ২৭ বছরের সব দুর্নীতির সব অভিযোগে তদন্ত শুরু হবে এবং দোষীকে সাজা দেওয়া হবে।
- গুজরাটবাসীর জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চেক আপ ও ওষুধের খরচ। আর রাজ্যবাসীর জন্য ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি।
এদিকে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে অশোক গেহলট জানিয়েছেন, প্রায় ৬ লক্ষ মানুষের কাছে কংগ্রেসের ইস্তাহার পৌঁছে গিয়েছে। তিনি প্রত্যয়ের সঙ্গে জানিয়েছেন, গুজরাটে ১২৪ টি আসন পাবে কংগ্রেস। ইস্তাহার প্রকাশের পর গুজরাটের কংগ্রেস সভাপতি জগদীশ ঠাকোর বলেছেন, ‘১২৫ টি আসন পেয়ে সরকার গঠন করছি। ‘