Corona Virus Daily Update : ২০ হাজারের গণ্ডি ছুঁই ছুঁই, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত ৩৫
Covid-19 : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ১৮ হাজার ৯৩০। আর করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৫ জন।
নয়া দিল্লি : করোনার চোখ রাঙানি বাড়ছে ক্রমশ। ওমিক্রনের ঢেউয়ের ত্রাস কাটিয়ে যখন গোটা দেশ ছন্দে ফিরছিল সেই মুহূর্তে আরেকটি ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রতিদিন একটু একটু করে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার প্রায় ২০-র গণ্ডি ছুঁই ছুঁই করোনা সংক্রমণের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। যেখানে আগের দিন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ১৫৯। বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৫ জন। আগের দিন সংখ্য়াটা ছিল ২৮। বর্তমানে দেশে দৈনিক পজ়িটিভিটি রেট রয়েছে ৪.৩২ শতাংশ।
বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি :
বিভিন্ন রাজ্য়েও বেড়েছে করোনা সংক্রমণের সংখ্য়া। আবারও সংক্রমণের নিরিখে শীর্ষে উঠে এসেছে কেরল। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৩ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪২ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৪৩। এদিকে এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃতের মধ্যে ১৯ জনই কেরলের। সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্য়ার দিক থেকে শীর্ষে কেরল। তারপরেই মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।
বাংলায় করোনা পরিস্থিতি :
রাজ্য স্বাস্থ্য মন্ত্রক কর্তৃত প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী রাজ্যে বুধবার করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫২ জন। ফেব্রুয়ারির পর আবার এই প্রথম ২ হাজারের গণ্ডি পেরোল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে কলকাতা থেকে ৮২৫ জন ও উত্তর ২৪ পরগনায় ৫৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩ জন। দৈনিক পজ়িটিভিটি রেট রয়েছে ১৬.২৪ শতাংশ।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-র তরফে জানানো হয়েছে যে, ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের আরও একটি সাব ভ্যারিয়েন্ট BA.2.75 এর হদিশ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম জানিয়েছেন. নতুন এই সাব ভ্য়ারিয়েন্টের দিকে নজর রাখছে সংস্থা।