Bhagwant Mann’s Wife: চিকিৎসকেই মন মজেছে মুখ্যমন্ত্রী ভগবন্তের! কে এই গুরপ্রীত, জেনে নিন…
Aam Admi Party: এবার ভগবন্তের ব্যক্তিগত জীবনে বড় মোড়। চণ্ডীগঢ়ের এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরীবাল
নয়া দিল্লি: রাজ্যের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর আজই দ্বিতীয়বারের জন্য সাতপাকে বাঁধা পড়ছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (Aam Admi Party) নেতা ভগবন্ত সিং মান (Bhagwant Singh Mann)। ৪৮ বছর বয়সী মুখ্যমন্ত্রীর এই হাই-প্রোফাইল বিয়েকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে আগ্রহ তৈরি হয়েছে। এই বছর মানের রাজনৈতিক জীবনে বড়সড় সাফল্য এসেছিল, তাঁকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন কেজরি। এবার ভগবন্তের ব্যক্তিগত জীবনে বড় মোড়। চণ্ডীগঢ়ের এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। অন্যান্য আপ নেতাদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। ৬ বছর আগে ভগবন্তের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। গুরপ্রীত কৌর নামের এক চিকিৎসককে বিয়ে করতে চলেছেন মান। মুখ্যমন্ত্রীর ভাবী স্ত্রীকে নিয়ে ইতিমধ্যেই কৌতুহল তৈরি হয়েছে। কে এই গুরুপ্রীত কৌর, জেনে নিন…
- ৩২ বছর বয়সী গুরপ্রীতের পরিবার কুরুক্ষেত্র জেলার বাসিন্দা। তাঁর বাবা ইন্দ্রজিৎ সিং পেশায় একজন কৃষক। গুরপ্রীতের মা মাতারাজ কৌর গৃহবধু।
- গুরুপ্রীতের দুই বোন রয়েছে। তারা প্রত্যেকেই বিদেশে থাকে। ভগবন্ত মানের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই দু’জনের বিয়ের কথাবার্তা এগিয়েছে।
- গুরপ্রীতের কাকু গুরিন্দর জীত এনডিটিভিকে জানিয়েছেন, গুরপ্রীত সবসময় মেধাবী ছাত্রী ছিল। গুরপ্রীতের প্রতিবেশীদের মতে, সে অত্যন্ত সহৃদয় মহিলা এবং ভীষণই বুদ্ধিমতী মহিলা।
- পরিবার সূত্রে জানা গিয়েছে, গুরপ্রীত হরিয়ানার মহাঋষি মরকন্দেশ্বর মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারির কোর্স শেষ করেছেন। গুরমীতের কাকু জানিয়েছেন, মেডিক্যাল কলেজের পরীক্ষায় সে স্বর্ণপদক পেয়েছেন।
- সূত্র মারফত জানা গিয়েছে, গুরপ্রীত কৌর পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় ভগবন্ত মানকে নির্বাচনী প্রচারে সাহায্য করেছিলেন।