ভারতে করোনা জয়ী আরও ৪২ হাজার, কমল অ্যাক্টিভ কেস
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Active case in India) ৯৬ লক্ষ পার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজারের বেশি।
নয়া দিল্লি: দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ লক্ষ ৪৪ হাজার ২২২ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে মৃত্য়ু হয়েছে ৪৮২ জনের। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার পার হল ভারতে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। তবে অ্যাক্টিভ কেসের পরিসংখ্যান অনেকটাই স্বস্তিদায়ক। এখনও অবধি দেশে মোট অ্যাক্টিভ কেস ৪ লক্ষ ৩ হাজার ২৪৮। ২১ জুলাইয়ের পর সব থেকে কম অ্যাক্টিভ কেস দেখা গিয়েছে এদিনের বুলেটিনে।
With 36,011 new #COVID19 infections, India’s total cases rise to 96,44,222
With 482 new deaths, toll mounts to 1,40,182. Total active cases at 4,03,248
Total discharged cases at 91,00,792 with 41,970 new discharges in the last 24 hrs pic.twitter.com/imO6Ql1aHw
— ANI (@ANI) December 6, 2020
এদিনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৭০ জন করোনা মুক্ত হয়েছেন। দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশি থাকায় কমছে অ্যাক্টিভ কেসের সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪১ হাজার ৯৭০ জন।
আরও পড়ুন: এই প্রথম ভারতে জরুরি ভিত্তিতে টিকাকরণের আবেদন জানাল ফাইজ়ার
এক নজরে
নতুন আক্রান্ত-৩৬,০১১ মোট আক্রান্ত-৯৬,৪৪,২২২ নতুন করে মৃত্যু-৪৮২ মোট মৃত্যু-১,৪০,১৮২ অ্যাক্টিভ কেস-৪,০৩,২৪৮ মোট সুস্থ-৯১,০০,৭৯২ গত ২৪ ঘণ্টায় সুস্থ-৪১,৯৭০