COVID-19 Update: দৈনিক সংক্রমণে সামান্য স্বস্তি, একদিনে দেশে করোনা আক্রান্ত ১১,৬৯২

COVID-19 Cases in India: বৃহস্পতিবারই দেশে দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ৫৯১ জন। আজ তা সামান্য কমে ১১ হাজারের গণ্ডিতে নেমে আসে।

COVID-19 Update: দৈনিক সংক্রমণে সামান্য স্বস্তি, একদিনে দেশে করোনা আক্রান্ত ১১,৬৯২
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 10:41 AM

নয়া দিল্লি: করোনা সংক্রমণ (COVID-19) নিয়ে ক্রমশ চিন্তা বেড়েই চলেছে। নিত্যদিন বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। তবে সামান্য স্বস্তি মিলল বিগত একদিনের করোনা সংক্রমণে (Daily COVID-19 Case)। বৃহস্পতিবার যেখানে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজারের গণ্ডিতে পৌঁছেছিল, আজ তা সামান্য কমে ১১ হাজারের গণ্ডিতে পৌঁছল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯২ জন। এই নিয়ে দেশে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ১৭০-এ।

বৃহস্পতিবারই দেশে দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ৫৯১ জন। আজ তা সামান্য কমে ১১ হাজারের গণ্ডিতে নেমে আসে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯২ জন। অর্থাৎ একদিনে সংক্রমণের হার ৯ শতাংশ কমে গিয়েছে। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৮ লক্ষ ৬৯ হাজার ৬৮৪-এ।  দেশের মোট আক্রান্তের ০.১৫ শতাংশ সক্রিয় রোগী।

আক্রান্তের সংখ্যার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। এর পাশাপাশি কেরলে আগে ঘটা ৯টি করোনায় মৃত্যুর নথিও যোগ করা হয়েছে, যার জেরে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ২৮-এ দাঁড়িয়েছে। এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৩১ হাজার ২৫৮-এ। দেশে মৃত্যুর হার ১.১৮ শতাংশ। তবে এখনও কিছুটা স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।