করোনাকালে সমস্যায় পড়লে ফোন করুন কেন্দ্রের এই ৪ নম্বরে
সংবাদ মাধ্যম মারফত করোনা হেল্পলাইন নম্বরগুল সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
নয়া দিল্লি: দেশে করোনার (COVID) করাল থাবা। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও থামছে না মৃত্যু মিছিল। এখনও দৈনিক আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। করোনাকালে সচেতনতা ছড়িয়ে দিতে সব চেষ্টা করেছে সংবাদ মাধ্যমগুলি। একাধিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে করোনা সম্পর্কিত তথ্য পৌঁছে দিয়েছে সংবাদ মাধ্যম। সেই মর্মে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ধন্যবাদ জানিয়েছে সংবাদ মাধ্যমগুলিকে।
তাই ফের সংবাদ মাধ্যম মারফত করোনা হেল্পলাইন নম্বরগুল সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হেল্পলাইন নম্বর হল ১০৭৫। কেন্দ্রীয় শিশু ও নারী উন্নয়ন মন্ত্রকের শিশু সুরক্ষা হেল্পলাইন নম্বর হল ১০৯৮। সামাজিক আইন ও ক্ষমতায়নে প্রবীণদের হেল্পলাইন নম্বর হল ১৪৫৬৭। মানসিক পরামর্শের হেল্পলাইন নম্বর হল ০৮০৪৬১১০০০৭।
করোনাকালে টিকা ও ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফোনের কলার টিউন, নানবিধ উপায় অবলম্বন করেছে কেন্দ্রীয় সরকার। একাধিক রাজ্যে লকডাউনের জেরে সংক্রমণে রাশও নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন। সংক্রমণের জেরে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৬০ জনের। ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৪ লক্ষ ৫৪ হাজার ৩২০। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮।
আরও পড়ুন: করোনায় আক্রান্তর মৃতদেহ ছুড়ে ফেলা হচ্ছে নদীতে, উত্তরপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য