Uttar Pradesh: আতিক-হত্যার দুদিন পরই দিবালোকে হত্যা কলেজ ছাত্রীকে, অস্বস্তিতে যোগী-রাজ্যের পুলিশ
Uttar Pradesh college girl murder: গ্যাংস্টার তথা রাজনীতিবিদ আতিক আহমেদের হত্যা নিয়ে উত্তাল উত্তর প্রদেশ। এরইমধ্যে, সোমবার (১৭ এপ্রিল) সকালে জালাউন জেলায় দিবালোকে হত্যা করা হল এক ছাত্রীকে। দিনে-দুপুরে এই হত্যার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যে।
নয়া দিল্লি: গ্যাংস্টার তথা রাজনীতিবিদ আতিক আহমেদের হত্যা নিয়ে উত্তাল উত্তর প্রদেশ। এরইমধ্যে, সোমবার (১৭ এপ্রিল) সকালে জালাউন জেলায় দিবালোকে হত্যা করা হল এক ছাত্রীকে। কলেজের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবতী। পথে, একটি মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করে। গুলি চালানোর পর, আততায়ীরা ঘটনাস্থলেই বন্দুকটি ফেলে রেখে একটি জনাকীর্ণ রাস্তা ধরে পালিয়ে যায়। অথচ, ঘটনাস্থলের মাত্র ২০০ মিটারের মধ্যেই থানা। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে, দিনে-দুপুরে এই হত্যার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যে।
পুলিশ জানিয়েছে নিহত যুবতীর নাম রোশনি আহিরওয়ার। ২১ বছরের এই কলেজ ছাত্রী পড়তেন রাম লখন প্যাটেল কলেজে। এদিন তাঁর পরীক্ষা ছিল। পরীক্ষার পর, সকাল ১১টা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময়ই একটি মোটরসাইকেলে দুই দুষ্কৃতী একটি দেশী পিস্তল নিয়ে এগিয়ে আসে। তাদের মধ্যে একজন রোশনির মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দুষ্কৃতীদের ধরতে গিয়েছিল। কিন্তু, তারা ওই স্থানেই অস্ত্র ফেলে পালিয়ে যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ভয়াবহ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে বাজার বন্ধ করে দেয়। পরে রোশনির বাবা-মা, রাজ আহিরওয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। দীর্ঘদিন ধরেই সে রোশনিকে উত্যক্ত করত বলে জানা গিয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
21 yo girl shot dead in Jalaun Uttar Pradesh in broad daylight.
Reminder: CM of this state is Yogi Adityanath pic.twitter.com/qaAz7nBx7u
— Dr Nimo Yadav (@niiravmodi) April 17, 2023
এদিকে, গুলি চালনার পর রক্তাক্ত অবস্থায় রোশনির রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা এবং পুলিশকর্মীরা ঘটনাস্থলটি ঘিরে দাঁড়িয়ে আছেন। কলেজের ইউনিফর্মে পরা অবস্থায় মাটিতে পড়ে আছেন রোশনি। তার পাশে পড়ে রয়েছে একটি পিস্তল। পুরো এলাকা রক্তে ভেসে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। ক্যামেরার সামনে গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদকে গুলি করে হত্যা করার মাত্র দু’দিন পরই এই ঘটনা অস্বস্তিতে ফেলে দিয়েছে উত্তর প্রদেশের পুলিশ বিভাগকে।
Jalaun, UP | Roshni, a 20-year-old woman, was shot dead in broad daylight. While returning home two unidentified youth shot at her and she died due to blood loss. According to her family, known people might have committed the act. The Police constituted 4 teams, are raiding all… pic.twitter.com/yfKtADfo8B
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 17, 2023
জালাউনের পুলিশ সুপার ড. ইরাজ রাজা বলেছেন, “আমরা অভিযুক্তদের ধরার চেষ্টা করছি, এবং শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। আমরা অনেক সূত্র পেয়েছি এবং এই ঘটনার তদন্ত করছি।”