Cheetah: ফের কুনো জাতীয় উদ্যান থেকে বেরিয়ে পড়ল চিতা, কী বলছে কর্তৃপক্ষ

গত ২ এপ্রিল কেএনপি থেকে বাইরে বেরিয়ে পড়েছিল ওবান। তার দিন চারেক পর গত ৬ এপ্রিল তাকে শিবপুরীর বৈরাদ এলাকা থেকে চিতাটিকে উদ্ধার করা হয়।

Cheetah: ফের কুনো জাতীয় উদ্যান থেকে বেরিয়ে পড়ল চিতা, কী বলছে কর্তৃপক্ষ
চিতা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 9:27 PM

ভোপাল: ফের কুনো জাতীয় উদ্যান (Kuno National Park) থেকে বাইরে বেরিয়ে পড়ল চিতা। আবারও পুরুষ চিতা ওবান (Cheetah) কুনো ন্যাশনাল পার্কের কর্মীদের চোখে ধুলো দিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে গিয়েছে। সোমবার কুনো জাতীয় উদ্যানের (KNP) তরফেই খবরটি নিশ্চিত করা হয়েছে। এই নিয়ে গত ১৫ দিনের মধ্যে দু-বার জাতীয় উদ্যান থেকে বেরিয়ে গেল বিদেশ থেকে আগত এই বিশেষ অতিথি।

তবে জাতীয় উদ্যান থেকে বাইরে বেরিয়ে পড়লেও ওবান নিরাপদে এবং সুরক্ষিত রয়েছে বলে দাবি জানিয়েছেন কেএনপি-র ডিরেক্টর উত্তম শর্মা বলেন, “এটি (ওবান) মানুষকে ভয় দেখায় না এবং মানুষও তাকে ভয় দেখায় না। ফলে ট্রাঙ্কুলাইজেশন করে তাকে ফেরানোর কোনও প্রয়োজন নেই। তবে চিতাটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।”

কুনো জাতীয় উদ্যান সূত্রে জানা গিয়েছে, নামিবিয়া থেকে প্রথম দফায় নিয়ে আসা যে ৮টি চিতা গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কুনো জাতীয় উদ্যানে ছেড়েছিলেন, তারই একটি হল ওবান। এটি ৫ বছর বয়সি পুরুষ চিতা। এদিন সকালে খাঁচা থেকে চিতাগুলিকে জঙ্গলে ছাড়ার সময় ন্যাশনাল পার্কের কর্মীরা লক্ষ্য করেন, ওবান নিখোঁজ। তারপরই জানা যায়, জাতীয় উদ্যান থেকে বাইরে বেরিয়ে পড়েছে।

এর আগে গত ২ এপ্রিল কেএনপি থেকে বাইরে বেরিয়ে পড়েছিল ওবান। তার দিন চারেক পর গত ৬ এপ্রিল তাকে শিবপুরীর বৈরাদ এলাকা থেকে চিতাটিকে উদ্ধার করা হয়। ট্রাঙ্কুলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে চিতাটিকে ঘুম পাড়িয়ে কেএনপি-তে ফেরানো হয়েছিল। ১৫ দিনের মধ্যে ফের চিতাটি জাতীয় উদ্যান ছেড়ে বেরিয়ে পড়ায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও চিতার পার্কের বাইরে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে কেএনপি-র অধিকর্তা উত্তম শর্মা জানান, চিতাদের গতিবিধির জন্য ঠিক কতটা জায়গা প্রয়োজন, তা সঠিকভাবে কারওরই জানা নেই। কারণ ৭০ বছর আগে দেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল চিতা। ফের গত বছর নামিবিয়া থেকে চিতা নিয়ে আসার পরই ধীরে ধীরে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। তিনি আরও জানান, বিশেষজ্ঞদের মতে, বন্দি অবস্থায় চিতারা বংশবৃদ্ধি করতে পারে না। কিন্তু সে কথা ভুল প্রমাণিত হয়েছে। কারণ মার্চ মাসে সিয়াশা কেএনপি-তে চারটি শাবকের জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে মোট ১২টি চিতা নিয়ে আসা হয়েছে ভারতে। যার মধ্যে প্রথম দফায় গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮টি চিতা কুনো জাতীয় উদ্যানে ছাড়েন। পরে আরও পাঁচটি সেখানে ছাড়া হয়। কিন্তু, গত ১৮ ফেব্রুয়ারি একটি চিতার মৃত্যু হয়। যদিও সে আগে থেকেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল বলে কেএনপি-র দাবি।