Earthquake: ‘পা ধরে কেউ যেন নাড়িয়ে দিল’, ফের জোরাল ভূমিকম্প, কলকাতার পর এবার কোথায়?
Earthquake: জানা গিয়েছে, রাত ২টো ২৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, অসমের মোরিগাঁও-তে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

গুয়াহাটি: ফের ভূমিকম্প। মঙ্গলবারের পর বুধবার মধ্য রাতেও জোরাল ভূমিকম্প অনুভূত হল। কলকাতার পর এবার ভূমিকম্প অসমে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে।
দিন দুয়েক আগেই, ২৫ ফেব্রুয়ারি ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একটা বড় অংশ। বঙ্গোপসাগরে ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল। সেই ভূমিকম্পের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার অসমে ভূমিকম্প।
জানা গিয়েছে, রাত ২টো ২৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, অসমের মোরিগাঁও-তে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের মাত্রা ৫ হওয়ায়, গুয়াহাটি সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের জেরে হতাহতের ঘটনা না ঘটলেও, বেশ কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ৫ মাত্রার ভূমিকম্প অর্থাৎ মাঝারি শক্তিশালী ভূমিকম্প। জিনিসপত্র ভাঙা, ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই কম্পনে।
অসম যেহেতু সিসমিক জোন ৫-র উপরে অবস্থিত, তাই এটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ। সিসমিক জোন ৫ হওয়ায় জোরাল ভূমিকম্পের সম্ভাবনা থাকে। এর আগে ১৯৫০ ও ১৮৯৭ সালে অসমে ৮ মাত্রার ভূমিকম্পও হয়েছিল, যা সবথেকে শক্তিশালী ভূমিকম্পগুলির মধ্যে অন্যতম।





