টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন বিধায়ক, আবার ফিরলেন পুরনো শিবিরে

'কোনোভাবেই কংগ্রেসকে (Congress) জিততে দিতে পারি না', এই বলেই দলে ফিরলেন তিনি।

টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন বিধায়ক, আবার ফিরলেন পুরনো শিবিরে
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 6:39 PM

গুয়াহাটি: পাঁচ রাজ্যে নির্বাচনের (Assembly Election 2021) নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর প্রার্থী তালিকাও (Candidate List) প্রকাশ করেছে দলগুলি। অনেক নেতাদের মধ্যেই তৈরি হয়েছে অসন্তোষ। ক্ষোভে দল ছাড়ার ঘটনাও সামমে এসেছে বিভিন্ন জায়গায়। এবার পুরনো দলেই ফিরে এলেন এরকমই এক বিধায়ক (MLA)।

টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্য দে। নির্দল প্রার্থী হিসেবে লড়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে বোঝাতে সমর্থ হয়েছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি দিলীপ সাইকিয়া। শিলাদিত্যর বাড়িতে গিয়ে কথা বলেন তাঁরা। বোঝান যে শিলাদিত্য এখনও দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। এরপরই দলে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এবার আর ভোটে লড়া হচ্ছে না তাঁর।

দলে ফিরে শিলাদিত্য দে বলেন, ‘আমি কোনোভাবেই কংগ্রেসকে জিততে দিতে পারি না। কারণ কংগ্রেসের সঙ্গে জোটে আছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট। আর কংগ্রেস জিতলে সেই দলের প্রধান বদরুদ্দিন আজমলের প্রভাব বেড়ে যাবে।’ তাই দলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মোট ১২ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি বিজেপি। তার মধ্যে শিলাদিত্য দে একজন। বদলে ১২ জন নতুন মুখ নিয়ে আসা হয়েছে। একই ইস্যুতে মুখ খুলেছেন অসমের আরও এর বিধায়ক দিলিপ পাল। তবে বিদ্রোহী নেতাদের বুঝিয়ে-সুঝিয়ে দলে রাখারও চেষ্টা করছে বিজেপি। কারণ তাঁদের ভয়, এরা ছেড়ে গেলে ভোট ভাগ হয়ে যেতে পারে। শিলাদিত্য দে টিকিট না পেলেও তিনি প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।

আরও পড়ুন: বাংলার প্রচারে ‘বিদ্রোহী’দের বাদ রাখলেন সোনিয়া-রাহুলরা

এমনিতেই এবার অসমে চাপে বিজেপি। এবার বিরোধী হিসেবে শুধু কংগ্রেস বা পরিচিত দলগুলি নয়, সামনে এসেছে আরও দুই নতুন দল। আর সেই দুই দলের উত্থান ‘নাগরিকত্ব সংশোধনী আইনে’র প্রতিবাদের জেরে। অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার পাশাপাশি অচেনা বিরোধীদেরও এবার সামলাতে হবে শাসক শিবিরকে।