Mid Day Meal: ঝমঝমিয়ে বৃষ্টি, খিচুড়ি খাচ্ছিল খুদে, উকি মারতেই বুক কেঁপে উঠল মায়ের…ভিতরে এটা কী?

Dead Snake found in Mid Day Meal: ছয় মাস থেকে তিন বছর বয়সীদের জন্য যে ডাল খিচুড়ি দেওয়া হয়, তার ভিতর থেকেই মরা সাপ উদ্ধার হয়। সোমবার এক শিশুর খাবারের ভিতর থেকে মরা সাপ পাওয়া যায়। ওই শিশুর অভিভাবক অভিযোগ জানাতেই অঙ্গনওয়াড়ি সেবিকা শীর্ষ আধিকারিকদের কাছে বিষয়টি জানান।

Mid Day Meal: ঝমঝমিয়ে বৃষ্টি, খিচুড়ি খাচ্ছিল খুদে, উকি মারতেই বুক কেঁপে উঠল মায়ের...ভিতরে এটা কী?
ফাইল চিত্রImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Jul 04, 2024 | 1:49 PM

মুম্বই: ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া হয়েছিল খিচুড়ি। খুশি হয়েই বাড়িতে সেই খিচুড়ির প্যাকেট এনেছিল খুদেরা। বাড়ি এসে সেই খিচুড়ি খেতেও বসেছিল, কিন্তু মা উকি দিতেই বুক কেঁপে উঠল তাঁর। ভিতরে দেখলেন, কালো লম্বা মতো কিছু একটা রয়েছে খিচুড়ির মধ্যে। নাড়া দিতেই আঁতকে উঠলেন। দেখলেন, খিচুড়়ির ভিতরে পড়ে রয়েছে মরা সাপ! এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায়। সেখানে একটি সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলে খিচুড়ির মধ্যে মরা সাপ উদ্ধার হয়। রাজ্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কাস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আনন্দী ভোসলেও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন।

জানা গিয়েছে, ছয় মাস থেকে তিন বছর বয়সীদের জন্য যে ডাল খিচুড়ি দেওয়া হয়, তার ভিতর থেকেই মরা সাপ উদ্ধার হয়। সোমবার এক শিশুর খাবারের ভিতর থেকে মরা সাপ পাওয়া যায়। ওই শিশুর অভিভাবক অভিযোগ জানাতেই অঙ্গনওয়াড়ি সেবিকা শীর্ষ আধিকারিকদের কাছে বিষয়টি জানান।

সাঙ্গলি জেলা পরিষদের ডেপুটি চিফ এগজেকিউটিভ অফিসার ও খাদ্য সুরক্ষা কমিটির অন্যান্য আধিকারিকরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে যান। ওই খিচুড়ির প্যাকেট নিয়ে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।