মাঠে পড়ে স্বামীর গলাকাটা দেহ, স্ত্রীর কাটা গোপনাঙ্গ! সকালেই ভয়ঙ্কর দৃশ্য দেখে অস্থিমজ্জায় বয়ে গেল হিমস্রোত

Crime News: পুলিশ ঘটনাস্থলে এসে দেখে, মাঠের মধ্যে গলাকাটা অবস্থায় যুবকের দেহ পড়ে রয়েছে। এরপর খামারের ভিতর থেকে যুবতীর দেহ উদ্ধার করা হয়। তাঁরও গলা কাটা ছিল। ছুরি দিয়ে ফালাফালা করা হয়েছিল যৌনাঙ্গ।

মাঠে পড়ে স্বামীর গলাকাটা দেহ, স্ত্রীর কাটা গোপনাঙ্গ! সকালেই ভয়ঙ্কর দৃশ্য দেখে অস্থিমজ্জায় বয়ে গেল হিমস্রোত
এখানেই উদ্ধার হয় দেহ।Image Credit source: TV9 ভারতবর্ষ
Follow Us:
| Updated on: Jul 04, 2024 | 10:35 AM

জয়পুর: খোলা মাঠে পড়ে রয়েছে এক যুবকের দেহ। সেই মাঠেরই কোণে কুড়ে ঘরের ভিতরে আরও একটি দেহ। তবে তা এক যুবতীর। যুবকের থেকেও নৃশংসভাবে খুন করা হয়েছে যুবতীকে। কেটে নেওয়া হয়েছে তাঁর গোপনাঙ্গও। জানা গিয়েছে, মৃত ওই যুবক-যুবতী সম্পর্কে স্বামী-স্ত্রী।

জানা গিয়েছে, ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। ওই দম্পতি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। ওই খামারেই থাকতেন তাঁরা। বুধবার মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায় তাঁদের। খামারের মালিকই প্রথম দেহগুলি দেখতে পান। রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীর দেহ পড়ে থাকতে দেখেই তিনি অজ্ঞান হয়ে যান। পরে হুঁশ ফিরলে তিনি পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে এসে দেখে, মাঠের মধ্যে গলাকাটা অবস্থায় যুবকের দেহ পড়ে রয়েছে। এরপর খামারের ভিতর থেকে যুবতীর দেহ উদ্ধার করা হয়। তাঁরও গলা কাটা ছিল। ছুরি দিয়ে ফালাফালা করা হয়েছিল যৌনাঙ্গ। ঘটনাস্থলে পৌঁছয় যোধপুর থেকে ডগ স্কোয়াড এবং এফএসএল টিমও।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম কালারাম। উদয়পুরের বেকরিয়া এলাকার বাসিন্দা হলেও বিগত এক বছর ধরে একসঙ্গে এই খামারে কাজ করছিলেন ওই দম্পতি। তাঁরা খুব একটা কারোর সঙ্গে মিশতেনও না, সেই কারণে পড়শি বা খামারের মালিক তাদের সম্পর্কে বিশেষ কিছু জানেন না। কী কারণে ওই দম্পতিকে এমন নৃশংসভাবে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।