Dead Body Recover: পাঁচ বছরের মেয়ের সঙ্গে ঘরের ভিতরে গলা কাটা অবস্থায় পড়ে মা
Dead Body Recover: ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলাতে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অনিতা দেবী (২৯)। তাঁর মেয়ে সোনি কুমারী (৫)। আজ নিজেদের বাড়ি থেকেই তাদের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ দু'টিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
বিহার: রক্তে ভাসছে গোটা ঘর। পড়ে রয়েছে মা-মেয়ে। তাদের গলা কাটা। যা দেখে রীতিমতো শিউরে উঠতে হয়। বিহারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এসে উদ্ধার করেছে মৃতদেহ দু’টি। আধিকারিকদের অনুমান ধারাল কোনও অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানতে পারা যায়নি।
ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলাতে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অনিতা দেবী (২৯)। তাঁর মেয়ে সোনি কুমারী (৫)। আজ নিজেদের বাড়ি থেকেই তাদের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ দু’টিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা এখনও জানতে পারা যায়নি।
পুলিশ সূত্রে আরও খবর, ঘটনার সময় অনিতা দেবীর স্বামী বাবলু যাদব এলাকায় ছিলেন না। তিনি গিয়েছিলেন ভোজপুরে। মৃতার শ্বশুর এবং শাশুড়ি ঘটনা দেখার পরই দ্রুত খবর দেন পুলিশে। তারাই এসে উদ্ধার করে মৃতদেহ।