Indo-China Face Off: উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী, ভারত-চিন সংঘর্ষ নিয়ে সংসদে পেশ করবেন বিবৃতি
Indo-China Face Off: ভারত-চিন সংঘর্ষ নিয়ে সংসদে বিবৃতি পেশ করবেন রাজনাথ। এই বিষয়ে তিনি আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন বলেও জানা গিয়েছে।
নয়া দিল্লি: ফের একবার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) সংঘাতে জড়াল ভারত ও চিনের সেনা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের (Union Defence Ministry) তরফে জানানো হয়েছে, গত ৯ ডিসেম্বর শুক্রবার অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনা। এই সংঘাতে দুই দেশের সেনাই জখম হয়েছেন বলেও জানানো হয়েছে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ফের নিয়ন্ত্রণরেখায় লাল ফৌজের চোখ রাঙানিতে নড়েচড়ে বসেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই আবহেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সংবাদ সংস্থা এএনআই অনুযায়ী, আজ সংসদে এই বিষয়ে বিবৃতিও পেশ করবেন রাজনাথ সিং।
চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাওয়াং সেক্টরে ভারত-চিন সংঘর্ষ নিয়ে আলোচনার জন্যই এই বৈঠকে বসলেন তিনি। জানা গিয়েছে, বেলা ১২ টায় তিনি সংসদে এই বিষয়ে বিবৃতি পেশ করবেন। প্রসঙ্গত, তাওয়াংয়ে ভারত-চিনের সংঘর্ষের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানোর পর থেকেই বিরোধীরা সুর চড়িয়েছেন। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে টুইটে তিনি লেখেন, ‘চিনা সেনার সীমা লঙ্ঘন নিয়ে আসল তথ্য প্রকাশ করা উচিত মোদী সরকারের। পাশাপাশি, ২০২০ সালের এপ্রিল থেকে প্রকৃত নিয়ন্ত্ররেখার কাছে চিন যেসব নির্মাণ কাজ করেছে, সেই বিষয়ে সৎ হওয়া উচিত মোদী সরকারের। এ বিষয়ে সংসদে আলোচনা করে সরকারের উচিত জাতির আস্থা অর্জন করা। আমরা আমাদের সেনাদের মূল্য এবং আত্মত্যাগের জন্য চিরকাল ঋণী থাকব।’
এদিকে একাধিক বিরোধী নেতাও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন। তাওয়াংয়ে ভারত-চিন সংঘর্ষ নিয়ে সরকারের বিবৃতি চেয়ে এদিন সংসদে মুলতুবি প্রস্তাব দিয়েছেন একাধিক বিরোধী দলের সাংসদ। তাঁরা এই বিষয়ে সংসদে আলোচনাও চেয়েছেন। তৃণমূল সাংসদ সৌগত রায় সহ একাধিক বিরোধী দলের সাংসদ এদিন মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন। অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিও লোকসভায় মুলতুবি প্রস্তাব দিয়েছেন। তিনি কেন্দ্রের বিরুদ্ধে গোটা দেশকে এই ইস্যুতে অন্ধকারে রাখার অভিযোগ তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, এই সংঘর্ষের বিষয়ে সংসদে কেন জানানো হয়নি। এরপরই সরকারের তরফে জানানো হয় আজ সংসদে বিবৃতি পেশ করবেন রাজনাথ সিং। প্রসঙ্গত, জানা গিয়েছে, এক সপ্তাহে আগে তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্ররেখার কাছে প্রায় ৩০০ জন চিনা সেনা অতিক্রম করে আসে। তারপরই গত ৯ ডিসেম্বর দুই দেশের সেনার মদ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘাতের জেরে দুই তরফের সেনাই জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহত ভারতীয় সেনাদের গুয়াহাটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।