Alcohol Shortage In Delhi : সোমবার থেকে বন্ধ প্রায় ৫০০ মদের দোকান, সরবরাহে ঘাটতির আশঙ্কায় চিন্তিত সুরাপ্রেমীরা

Alcohol Shortage In Delhi : দিল্লিতে সোমবার থেকে বন্ধ প্রায় ৪৬৮ টি মদের দোকান। নয়া আবগারি নীতি প্রত্যাহার করার পরই ব্যক্তিগত মালিকানাধীন মদের দোকানগুলি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে রাজধানীতে মদের সরবরাহে ঘাটতি দেখা যেতে পারে।

Alcohol Shortage In Delhi : সোমবার থেকে বন্ধ প্রায় ৫০০ মদের দোকান, সরবরাহে ঘাটতির আশঙ্কায় চিন্তিত সুরাপ্রেমীরা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2022 | 3:52 PM

নয়া দিল্লি : নয়া আবগারি নীতি (New Excise Policy) প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে দিল্লির আম আদমি পার্টির সরকার (Aam Aadmi Party Government)। ফলে সোমবার (১ অগস্ট) থেকে কেবলমাত্র সরকার পরিচালিত মদের দোকানগুলিই শুধুমাত্র মদ বিক্রি করতে পারবে। ফলে সোমবার থেকে রাজধানীতে মদ সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।

একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে মণীশ সিসোদিয়া বলেছেন, ‘আমরা নয়া আবগারি নীতি প্রত্যাহার করেছি এবং সরকারি মদের দোকান শুরু করার নির্দেশ দিয়েছে। এই পরিবর্তনের সময় যাতে কোনওরকম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।’ দিল্লির সরকারের এই সিদ্ধান্তে সোমবার থেকে ব্য়ক্তিগত মালিকানাধীন ৪৬৮ টি মদের দোকান বন্ধ হয়ে যাবে। ফলে রাজধানীতে সুরা সঙ্কট দেখা দিতে পারে। আগামী ছয় মাসের জন্য পুরনো আবগারি নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

গত সপ্তাহে দিল্লির আবগারি নীতি ২০২১-২২ এ সিবিআই তদন্তের নির্দেশ দেন লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সিনা। আর আবগারি দফতরের ইনচার্জ হলেন দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এই পদক্ষেপের পরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল কেন্দ্রকে তোপ দেগে বলেছেন, লেফটেন্য়ান্ট গভর্নর জেনারেল মিথ্যা অভিযোগ করছেন। এবং তিনি বলেছেন, আপ নেতারা কারাবাসের ভয় পান না। এদিকে সিসোদিয়া এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, ‘ইডি ও সিবিআই কে ব্যবহার করে কেন্দ্র নতুন আবগারি নীতি ব্যর্থ করতে চাইছে। তাঁরা দিল্লিতে মদের ঘাটতি তৈরি করতে চান।’ সিসোদিয়া আরও অভিযোগ করেছেন যে, দোকান মালিক ও আধিকারিকদের হুমকি দিয়ে বিজেপি গুজরাটের মতো বেআইনি মদের বিক্রি বাড়াতে চায়। তিনি বলেছেন, ‘দিল্লির সরকারকে নয়া আবগারি নীতি নিয়ে আসতে হয়েছে। এর আগে কেবলমাত্র সরকারি দোকানগুলি মদ বিক্রি করতে পারত। কিছু ব্যক্তিগত মালিকানাধীন দোকান ছিল তবে তা শুধুমাত্র চেনা ব্যক্তিদেরই দেওয়া হত।’