Delhi man harassed by woman: ‘পুণে বিমানবন্দরে গুনগুন করে গান করতে করতে মহিলা হাত দিল আমার নিতম্বে’

Delhi man harassed by woman: পুরুষরা কি যৌন হেনস্থার শিকার হন না? হন, কিন্তু অনেক সময়ই তারা প্রকাশ্যে সেই বিষয়ে মুখ খুলতে চান না। অনেকটাই সামাজিক চাপে। তাহলে, পুরুষদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা দেওয়া যাবে কীভাবে? এর জন্য কি নতুন আইন প্রণয়ন প্রয়োজন? গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল সোশ্যাল মিডিয়া করা দিল্লির এক বাসিন্দার পোস্ট।

Delhi man harassed by woman: 'পুণে বিমানবন্দরে গুনগুন করে গান করতে করতে মহিলা হাত দিল আমার নিতম্বে'
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 2:25 PM

নয়া দিল্লি: যৌন হেনস্থার কি লিঙ্গভেদ হতে পারে? নিঃসন্দেহে রাস্তাঘাটে, অফিস-কাছারিতে এমনকি বাড়ির তথাকথিত সুরক্ষিত পরিমণ্ডলেও সবথেকে বেশি যৌন হেনস্থার শিকার হয়ে থাকেন মহিলা বা মেয়েরাই। তাই, আমাদের দেশে যৌন হেনস্থা সংক্রান্ত আইনগুলি সবই মহিলাদের সুরক্ষা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু, পুরুষরা কি যৌন হেনস্থার শিকার হন না? হন, কিন্তু অনেক সময়ই তারা প্রকাশ্যে সেই বিষয়ে মুখ খুলতে চান না। অনেকটাই সামাজিক চাপে। তাহলে, পুরুষদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা দেওয়া যাবে কীভাবে? এর জন্য কি নতুন আইন প্রণয়ন প্রয়োজন? গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল সোশ্যাল মিডিয়া করা দিল্লির এক বাসিন্দার পোস্ট। গত ৭ নভেম্বর পুণে থেকে দিল্লি ফেরার পথে, বিমানবন্দরে এক মহিলা তাঁর হেনস্থা করেছেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি।

তিনি তাঁর নাম প্রকাশ করেননি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘রেডইট’-এ তাঁর ইউজার নেম, No-Performance5036। রেডইট পোস্টে তিনি জানিয়েছেন, তাঁর বয়স কুড়ির ঘরে। ৭ নভেম্বর পুনে থেকে বিমানে তিনি দিল্লি ফিরছিলেন। পুণে বিমানবন্দরে তিনি যখন বিমান ধরার জন্য লাইনে দাঁড়ান, তাঁর পিছনেই এর বছর ৩০-৩৫-এর মহিলা দাঁড়িয়েছিলেন। ওই ব্যক্তি জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে ওই মহিলা গুনগুন করে গান করা শুরু করেছিলেন। তারপরই, সামনে দাঁড়ানো ওই যুবকের কোমর এবং ক্রমে নিতম্বে হাত বোলানো শুরু করেছিলেন তিনি, এমনই অভিযোগ যুবকের।

যুবক জানিয়েছেন, এর আগে তাঁর কখনও এমন অভিজ্ঞতা হয়নি। তাই তিনি প্রথমে হতবম্ভ হয়ে গিয়েছিলেন। বুঝতে পারছিলেন না কী করবেন। সত্যিই ওই মহিলা তাঁর নিতম্বে হাত বোলাচ্ছে, নাকি তিনি কল্পনা করছেন, তাই ঠাহর করতে পারছিলেন না। যুবকটি জানিয়েছেন, তিনি তথাকথিত আকর্ষণীয় চেহারার নন। অন্যদিকে, ওই মহিলাকে বলা যেতে পারে ‘হট’। তাই, প্রাথমিকভাবে তিনি বিষয়টি হেসে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু, যৌন হেনস্থার ক্ষত তাঁর মন থেকে যায়নি। বিমানযাত্রার গোটা পথে, বিষয়টি তাঁকে কুড়ে কুড়ে খেয়েছিল।

দিল্লিতে নামার পর, তিনি ওই মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। অত্যন্ত ভদ্রভাবে তাঁকে জিজ্ঞেস করেছিলেন, পুনে বিমানবন্দরে কি তিনি তঁকে কিছু বলতে চেয়েছিলেন? যুবকের দাবি, মহিলা অত্যন্ত রুক্ষভাবে তাঁকে জানান, না। তিন কিছু বলতে চাননি। যুবকটির মতে, অন্য কাউকে জিজ্ঞেস করলে, তিনি ভদ্রভাবেই উত্তর দিতেন। মহিলার স্বরের রুক্ষতা থেকেই তিনি নিশ্চিত হন, পুনে বিমানবন্দরে ইচ্ছা করেই মহিলা তাঁর নিতম্ব স্পর্ষ করেছিলেন। যুবকটি লিখেছেন, “আমি জানি আমাদের এই বিষয়ে কোনও আইন নেই। পুরো বিষয়টা আমি বুঝেও উঠতে পারিনি। আমি শুধু জানি, স্পর্শটা ইচ্ছাকৃত ছিল এবং আমাকে কেউ কখনও এভাবে স্পর্শ করেনি।”

বহু মানুষ এই পোস্ট নিয়ে মজা করেছেন। তবে, কেউ কেউ পুরুষদের যৌন হেনস্থা নিয়ে সরবও হয়েছেন। একজন জানিয়েছেন, কোনও মহিলা এই পোস্টটি করলে এর অন্যরকম প্রভাব পড়ত। তিনি জানিয়েছেন, পুরুষদের হেনস্থা হলে, তাই নিয়ে হাসাহাসি করা হয়। মহিলাদের হেনস্থা হলে বলা হয়, পুরুষরাও হেনস্থার শিকার হন। সব রকমের হেনস্থাই বন্ধ হওয়া দরকার। পুরুষ বলে ঘটনার গুরুত্ব কমে যায় না।