Delhi Murder Case: শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করার পর ডাক্তারের কাছে এসে কী বলেছিল আফতাব? বিস্ফোরক তথ্য

Delhi Murder Case: শ্রদ্ধাকে খুনের মাসেই হাতে ক্ষত নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন আফতাব পুনাওয়ালা। সেই ডাক্তার জানিয়েছেন, বেশ অস্থির দেখাচ্ছিল আফতাবকে।

Delhi Murder Case: শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করার পর ডাক্তারের কাছে এসে কী বলেছিল আফতাব? বিস্ফোরক তথ্য
আফতাব আমিন পুনাওয়ালা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 4:41 PM

নয়া দিল্লি: শ্রদ্ধা ওয়াকার খুনের (Shraddha Walkar Murder Case) ঘটনায় রাজধানীর আবহাওয়া এখন সরগরম। দিল্লি পুলিশের তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে এই হাড়হিম করা খুনের ঘটনায়। আমেরিকান ওয়েব সিরিজ ডেক্সটারের (Dexter) আদলে সুনিপুণ পরিকল্পনা করে খুনের ঘটনায় এবার বিস্ফোরক তথ্য উঠে এল আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawala) ডাক্তারের বক্তব্যে।

নিজের প্রেমিকা শ্বাসরোধ করে খুনের পর তাঁর দেহ ৩৫ টি টুকরো করার অভিযোগ উঠেছে আফতাবের বিরুদ্ধে। তারপর স্থানীয় একটি জঙ্গলের বিভিন্ন জায়গায় সে দেহাংশগুলি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তার আগে বাড়িতে নতুন কিনে আনা ফ্রিজে সেই দেহাংশগুলি রাখা ছিল। গত ১৮ মে খুন করা হয় শ্রদ্ধাকে। সেই মাসেই হাতে ক্ষত নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল আফতাব। সেই ডাক্তার অনিল কুমার জানিয়েছেন, তাঁর কাছে চিকিৎসার জন্য যখন আফতাব এসেছিল তখন তাকে অস্থির দেখাচ্ছিল। বেশ খানিকটা আক্রমণাত্মকও ছিল আফতাব। ক্ষতের সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে সে জানিয়েছিল, ফল কাটতে গিয়ে কেটে গিয়েছে।

ডাঃ কুমার বলেছেন, ‘মে মাসের এক সকালবেলা সে এসেছিল। আমার অ্যাসিসট্যান্ট জানিয়েছিলেন, ক্ষত নিয়ে একজন এসেছে। ক্ষত খুব একটা গভীর ছিল না।’ তিনি আরও বলেছেন, ‘কীভাবে তাঁর এই ক্ষত হয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসা করাতে ফল কাটতে গিয়ে তার এই আঘাত লেগেছে। আমার তখন সন্দেহ হয়নি। কারণ ছুরি থেকেই যে এই আঘাত লেগেছে তা স্পষ্ট ছিল।’ তিনি আরও বলেছেন, ক্ষতের চিকিৎসার সময় যখন ২৮ বছর বয়সী আফতাব এসেছিল তখন সে অনেক সাহসী ও আত্মবিশ্বাসী ছিল। ডাক্তার বলেছেন, ‘সে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছিল। খুব সাহসী ও আত্মবিশ্বাসী ছিল সে। সে ইংরেজিতে কথা বলছিল। আমাকে জানিয়েছিল, সে মুম্বইয়ের। তবে দিল্লিতে এসেছে কারণ এখানে আইটি সেক্টরে ভাল সুযোগ রয়েছে। ‘