Janajatiya Gaurav Divas: জনজাতি গৌরব দিবসে বীরসা মুন্ডাকে শ্রদ্ধার্ঘ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

Janajatiya Gaurav Divas: জনজাতি গৌরব দিবসে বীরসা মুন্ডার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত বছর এই দিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেন।

Janajatiya Gaurav Divas: জনজাতি গৌরব দিবসে বীরসা মুন্ডাকে শ্রদ্ধার্ঘ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
ছবি সৌজন্যে : টুইটার (@AshwiniVaishnaw)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 4:53 PM

নয়া দিল্লি: মঙ্গলবার আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শ্রদ্ধা জ্ঞাপন করেন। গতকাল রেল ভবনে আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে রেলমন্ত্রী তাঁর ছবিতে ফুল দেন। তিনি বলেন, ‘আজ খুব পবিত্র দিন। বীরসা মুন্ডার জন্মদিন। বীরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভারতের এই গৌরবময় ইতিহাসকে সম্মান জানিয়ে গত বছর এই দিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেন।’

তিনি আরও বলেছেন, ‘ভারতে অ্যাপলের আইফোন তৈরি হবে। আর এই মোবাইল তৈরির সবচেয়ে বড় যে কারখানা রয়েছে তা বেঙ্গালুরুর কাছে হোশুরে।’ তিনি বলেন, এই একটা ফ্যাক্টরিতেই ৭ হাজার জন কাজ করেন। আর এই ৭ হাজারের মধ্যে প্রথম ৬ হাজার জনই রাঁচি, হাজারিবাগের আদিবাসীরা। তিনি বলেছেন, ‘আদিবাসীরা এবার অ্যাপলের ফোন তৈরি করছেন।’ প্রসঙ্গত, আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে ১৫ নভেম্বর ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। ২০২১ সাল থেকে এই উদযাপন শুরু হয়েছে।

এ বছর ভারতীয় রেল জুড়ে দেশাত্মবোধক উচ্ছ্বাসের সঙ্গে পালিত হয় জনজাতি গৌরব দিবস। অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে, বড় বড় রেলওয়ে স্টেশনগুলিতে ডিজিটাল ব্যানার প্রদর্শিত হয়েছিল। এ দিনের গুরুত্ব তুলে ধরে রেলওয়ে স্টেশনগুলিতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অডিয়ো ক্লিপও বাজানো হয়েছিল। এছাড়াও, এই বিশেষ দিন উপলক্ষে জ়োনাল রেলওয়ে দ্বারা অনলাইন কুইজ, রচনা এবং অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। জ়োনাল রেলওয়ের তরফে লোকগানের আয়োজনও করা হয়েছিল।