Gujarat Election: ভোটের আবহে ‘অপহরণ’ আপ প্রার্থী, নিশানা পদ্মের দিকে

Gujarat Election: ডিসেম্বরেই নির্বাচন মোদী-শাহের রাজ্যে। তার আগে প্রার্থী অপহরণের অভিযোগ তুলল আপ।

Gujarat Election: ভোটের আবহে 'অপহরণ' আপ প্রার্থী, নিশানা পদ্মের দিকে
ফাইল ছবি (সৌজন্যে:PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 3:54 PM

গান্ধীনগর: শিয়রেই গুজরাট বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election)। এই আবহে রাজনৈতিক আক্রমণ ও পাল্টা আক্রমণের খেলা চলছে। এবার অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) আম আদমি পার্টির (Aam Aadmi Party) তরফে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনা হল। ভোটমুখী গুজরাটে প্রার্থী অপহরণের অভিযোগ তুলেছে আপ। আর অভিযোগের তির বিজেপির দিকে।

আপের তরফে টুইট করে প্রথমে দাবি করা হয়েছে, সুরাট (পূর্ব) আসনের আপ প্রার্থী কাঞ্চন জারিওয়ালা গতকাল থেকে নিখোঁজ। মণীশ সিসোদিয়া বলেছেন, ‘বিজেপি আপ প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকে অপহরণ করেছে।’ তার কিছুক্ষণ পরেই সিসোাদিয়া জানিয়েছেন, জারিওয়ালাকে খুঁজে পাওয়া গিয়েছে। তাঁকে ৫০০ জন পুলিশ কর্মী ঘিরে নিয়ে গুজরাট নির্বাচনী রিটার্নিং অফিসে নিয়ে এসেছেন। সিসোদিয়া জানিয়েছেন, ‘মনোনয়ন প্রত্যাহার করার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। তাঁকে নির্বাচনী দফতরে বসে থাকতে বাধ্য করা হয়েছিল। পুলিশ তাঁর উপর চাপ সৃষ্টি করেছে। আমি নির্বাচন কমিশনে জানাতে চাই, গণতন্ত্রের জন্য এটি একটি প্রকাশ্য হুমকি।’

সিসোদিয়া বলেছেন, বিজেপি ভয় পাচ্ছে গুজরাট নির্বাচন তারা হেরে যাবে। সেই ভয় থেকেই তারা আপ প্রার্থী অপহরণ করছে। প্রসঙ্গত, সিসোদিয়ার বক্তব্য় অনুযায়ী কাঞ্চন জারিওয়ালা ও তাঁর পরিবার গতকাল থেকেই নিখোঁজ। গতকাল মনোনয়নপত্র যাচাই করতে গিয়েছিলেন জারিওয়ালা। যাচাইকরণের পর অফিস থেকে বেরোনোর সময় বিজেপির গুন্ডারা তাঁকে অপহরণ করে বলে দাবি সিসোদিয়ার। সিসোদিয়া বলেছেন, ‘নিজের মনোনয়ন যাচাইয়ের পর অফিস থেকে বেরিয়ে আসার সময় বিজেপির গুন্ডারা তাঁকে তুলে নিয়ে যায়।’ তাঁর অভিযোগ, ‘এটা সাংঘাতিক। এটা শুধুমাত্র প্রার্থী অপহরণ নয়। গণতন্ত্রের অপহরণ এটা।’ সিসোদিয়া ছাড়াও একাধিক আপ নেতা টুইটে এই অভিযোগ করেছেন। আপ প্রধান অরবিন্দ কেজরীবাল টুইটে লিখেছেন, ‘গতকাল থেকে আমাদের সুরাট (পূর্ব)-র প্রার্থী কাঞ্চন জারিওয়ালা ও তাঁর পরিবার নিখোঁজ। প্রথমে বিজেপি ওঁর মনোনয়ন বাতিল করার চেষ্টা করেছিল। তবে ওঁর মনোনয়ন গ্রহণ করা হয়েছে। পরেও মনোনয়ন প্রত্যাহারের জন্য ওঁর ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। তাঁকে অপহরণ করা হয়েছিল?’এই বিষয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।