Delhi School Bomb Threat: দিল্লির স্কুলে বোমাতঙ্ক, তড়িঘড়ি খালি করা হল বিল্ডিং
Delhi School Bomb Threat: বুধবার দিল্লির ইন্ডিয়ান স্কুলে বোমাতঙ্ক। তড়িঘড়ি খালি করা হল বিল্ডিং।
নয়া দিল্লি: দিল্লির একটি স্কুলে হঠাৎ বোমাতঙ্ক (Bomb Threat)। প্রতিদিনের মতোই বুধবারও সাউথ দিল্লির সাদিক নগরের ইন্ডিয়ান স্কুলে শুরু হয়েছিল পঠন-পাঠন। আচমকা স্কুল কর্তৃপক্ষের কাছে একটি উড়ো ইমেল আসে। সেই ইমেলেই জানানো হয়, স্কুল চত্বরে বোম রয়েছে। এই বার্তা পাওয়ার পরই স্কুল জুড়ে হইচই শুরু হয়ে পড়ে যায়। সেই সময় স্কুলে উপস্থিত সব পড়ুয়া ও অন্যান্য় কর্মীদের স্কুল থেকে বের করে আনা হয়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই স্কুলে পৌঁছেছে বোমা সনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড। সঙ্গে রয়েছে ডগ স্কোয়াডও। এখনও স্কুল চত্বরে তারা তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ১০ টা ৪৯ মিনিটে একটি হুমকি ইমেল পায় ইন্ডিয়ান স্কুল কর্তৃপক্ষ। সাউথ দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ চন্দন চৌধুরি বলেছেন, বিআরটি রোডের ইন্ডিয়ান স্কুল থেকে ব্রিজেশ নামের এক ব্যক্তি পুলিশে ফোন করে এই ইমেলের বিষয়ে খবর দেন। তিনি বলেন, “স্কুল খালি করে দেওয়া হয়েছে। বোমা স্কোয়াড সব জায়গা খতিয়ে দেখছে।” এদিকে এই ঘটনায় পড়ুয়াদের অভিভাবকের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্কুলের তরফে অভিভাবকদের কাছে বার্তা পাঠানো হয়। তাঁদের স্কুল থেকে ছেলেমেয়েদের নিয়ে যেতে বলা হয়। স্কুলের তরফে এই বার্তা পেয়ে কিছুটা ভয়ই পেয়ে যান অভিভাবকরা। তাঁরা তড়িঘড়ি গিয়ে নিজেদের সন্তানদের নিয়ে আসার ব্যবস্থা করেন। সংবাদ সংস্থা এএনআই-র ভিডিয়োতে দেখা গিয়েছে, স্কুলের সামনে ভিড় জমিয়েছেন পড়ুয়াদের অভিভাবকরা। তাঁদের মধ্যে চাঞ্চল্য দেখা গিয়েছে।
The Indian School in Sadiq Nagar received an bomb threat via email. As a precautionary measure, the school has been vacated. Bomb Detection and Disposal Squad informed: Delhi police
More details awaited. pic.twitter.com/p6DKKeSXsl
— ANI (@ANI) April 12, 2023
প্রসঙ্গত, এটাই প্রথম নয়। এর আগে গত বছর নভেম্বরও একই ইমেল পাঠানো হয়েছিল এই স্কুল কর্তৃপক্ষকে। তখন তড়িঘড়ি স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়। এবং অনেক তল্লাশির পরও কিছু মেলেনি সেখানে। মিথ্যে ভয় দেখানোর জন্য এই ইমেল করা হয়েছিল বলে পরে জানা যায়।