Delhi Metro Scandal: মেট্রোর মধ্যেই হস্তমৈথুন! ভাইরাল ভিডিয়ো দেখে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে আর্জি মহিলা কমিশনের
Viral Video: ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক হাতে ফোন ধরে অন্য হাত দিয়ে মৈথুন করছেন এই ব্যক্তি। মেট্রোয় থাকা অন্য যাত্রীই এই ঘটনার ভিডিয়ো করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এই ঘটনার জেরে আশপাশের যাত্রীরা অস্বস্তি বোধ করছেন। কিন্তু অভিযুক্ত নির্বিকার।
নয়াদিল্লি: দিল্লি মেট্রো রেলের ভিতরেই হস্তমৈথুন করছেন এক যুবক। সম্প্রতি এ রমকই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেট্রোর আসনে বসে রয়েছেন এক যুবক। তাঁর আশপাশে বসে রয়েছেন অন্য যাত্রীরাও। অভিযুক্ত এক হাতে ধরে রয়েছেন মোবাইল। অন্য ব্যবহার করে করছেন স্বমেহন। এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর পরই বিষয় নিয়েই তৎপর হল দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালীয়াল। দিল্লি পুলিশকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন তিনি। ভিডিয়োয় দেখতে পাওয়া অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।
এ ব্যাপারে একটি টুইটও করেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান। সেখানে তিনি লিখেছেন, “একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছ, এক ব্যক্তি দিল্লি মেট্রোর মধ্যে হস্তমৈথুন করছেন। এটা অসুস্থ মানসকতা। এ নিয়ে আমি দিল্লি পুলিশকে একটি নোটিস দিয়েছি। লজ্জাজনক এই কাজের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।”
ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক হাতে ফোন ধরে অন্য হাত দিয়ে মৈথুন করছেন এই ব্যক্তি। মেট্রোয় থাকা অন্য যাত্রীই এই ঘটনার ভিডিয়ো করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এই ঘটনার জেরে আশপাশের যাত্রীরা অস্বস্তি বোধ করছেন। কিন্তু অভিযুক্ত নির্বিকার। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ বলেছেন, “ঘটনার সময় কেন কেউ কিছু বলেননি?” অপর এক জনের কথাতেও এক সুর। তিনি লিখেছেন, “ওই ব্যক্তি কি বোমা নিয়ে ঘুরছিলেন? সব দেখেও কেন কেউ কিছু বললেন না?”
Came across a viral video where a man can be seen shamelessly masturbating in Delhi Metro. It is absolutely disgusting and sickening. I am issuing a notice to Delhi Police and Delhi Metro to ensure strictest possible action against this shameful act.
— Swati Maliwal (@SwatiJaiHind) April 28, 2023
প্রসঙ্গত দিন কয়েক আগে এক যুবতীর স্বল্পবসনা হয়ে মেট্রো সফর করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। ব্রা ও মিনিস্কার্ট পরে মেট্রোয় ওঠা ওই যুবতীর বেশ কয়েকটি ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছিল।