Video: ট্রেনিংয়ের নামে নির্মমতা! শ্বাসরোধ হয়ে মৃত্যু পোষ্য কুকুরের

Animal Cruelty: পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুকুরটি পাকিস্তানি বুলি ব্রিড। নীলেশ জয়সওয়াল নামের এক ব্যবসায়ী কুকুরটির পালক। তিনি ভোপালের ওই সারমেয় আশ্রয় এবং প্রশিক্ষণ কেন্দ্রে তার পোষ্যকে রেখেছিলেন গত চার মাস ধরে। এ জন্য প্রতি মাসে ১৩ হাজার টাকা করে দিতে হত বলে জানা গিয়েছে। কুকুরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওই কেন্দ্রে আসেন নীলেশ। তখন তাঁকে জানানো হয়, তাঁর পোষ্যের মৃত্যু হয়েছে।

Video: ট্রেনিংয়ের নামে নির্মমতা! শ্বাসরোধ হয়ে মৃত্যু পোষ্য কুকুরের
কুকুরকে শ্বাসরোধ করে খুনImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 1:25 PM

ভোপাল: ডগ ট্রেনিং সেন্টারেই এক কুকুরকে নির্মমভাবে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। কুকুরে খুনের অভিযোগে ওই সারমেয় প্রশিক্ষণ কেন্দ্রের মালিক এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ভোপালে। নিরীহ ওই সারমেয়কে নৃশংস হত্যার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। অভিযুক্তদেক কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুকুরটি পাকিস্তানি বুলি ব্রিড। নীলেশ জয়সওয়াল নামের এক ব্যবসায়ী কুকুরটির পালক। তিনি ভোপালের ওই সারমেয় আশ্রয় এবং প্রশিক্ষণ কেন্দ্রে তার পোষ্যকে রেখেছিলেন গত চার মাস ধরে। এ জন্য প্রতি মাসে ১৩ হাজার টাকা করে দিতে হত বলে জানা গিয়েছে। কুকুরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওই কেন্দ্রে আসেন নীলেশ। তখন তাঁকে জানানো হয়, তাঁর পোষ্যের মৃত্যু হয়েছে। এই শুনে সন্দেহ হয় নীলেশের। তিনি প্রশিক্ষণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দাবি করেন। সেই সিসিটিভি ফুটেজেই গোটা ঘটনা সামনে এসেছে।

সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, কুকুরের গলায় চেন বাঁধা আছে। এক যুবক তাকে সেন্টারের গেটের একদিকে চেন ধরে কুকুরকে ঝুলিয়ে দিয়েছেন। সে সময় আশ্রমের মহিলাকর্মীও ছিলেন। এর পর কুকুরটির গলার চেন দিয়ে গেটে ঝুলিয়ে রাখা হল বেশ কয়েক মিনিট। প্রায় ১০ মিনিট এভাবেই রাখা হয়েছিল বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গেটে ঝুলিয়ে রাখার সময় কী ভাবে ছটফট করছিল কুকুরটি।

ঘটনা নিয়ে নীলেশের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে। এবং সারমেয় প্রশিক্ষণ কেন্দ্রের মালিক ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা। অভিযুক্তদের নাম রবি কুশওয়াহা, নেহা তিওয়ারি এবং তরুণ দাস। অভিযুক্তরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের কাছে তাঁদের দাবি, এ ভাবেই কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন তাঁরা। সে সময়ই নিস্তেজ হয়ে পড়ে কুকুরটি। এবং তাঁর মৃত্যু হয়।