মাত্র ৭৫ টাকায় মিলবে ডিআরডিও-র তৈরি অ্যান্টিবডি ডিটেকশন কিট
মাত্র ৭৫ মিনিট সময় লাগে এই টেস্টের রিপোর্ট জানতে। ১৮ মাস পর্যন্ত ব্যবহার করা যায় ডিআরডিও-র (DRDO) তৈরি এই কিট।
নয়া দিল্লি: অ্যান্টিবডি পরীক্ষার জন্য বিশেষ কিট তৈরি করেছে ডিআরডিও। ডিপকোভ্যান (DIPCOVAN) নামে ওই কিট তৈরি করা হয়েছে। এই কিট দ্বারা পরীক্ষায় ৯৯ শতাংশ সঠিক রিপোর্ট আসে বলে দাবি করেছে ডিআরডিও। জুনেই বাজারে পাওয়া যাবে এই কিট। এই কিট দ্বারা অ্যান্টিবডি টেস্টের খরচ পড়বে মাত্র ৭৫ টাকা। যেখানে বর্তমানে কয়েক’শ টাকা খরচ করে অ্যান্টিবডি পরীক্ষা করাতে হয়।
এই কিট সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:
১. দিল্লির সংস্থা ভ্যানগার্ড ডায়গানোস্টিক প্রাইভেট লিমিটের সঙ্গে ডিআরডিও-র যৌথ উদ্যোগে এই কিট তৈরি হয়েছে।
২. দেশের মাটিতেই বিজ্ঞানীরা গবেষণা করে এই কিট তৈরি করেছে। দিল্লির বিভিন্ন হাসপাতালে ১০০০ রোগীর ওপর পরীক্ষা করার পর এই কিট অনুমোদন পেয়েছে।
৩. চলতি বছরের মে মাসে এই কিটকে অনুমোদন দেয় আইসিএমআর। এবার ওই প্রোডাক্ট তৈরি করার জন্য অনুমোদন দিয়েছে ডিজিসিআই ও স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুন: বিস্তার বাড়াচ্ছে কৃষ্ণ ছত্রাক, আরও পাঁচ সংস্থাকে ওষুধ তৈরির লাইসেন্স দিল কেন্দ্র
এই কিটের প্রশংসা করেছেন প্রতরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই কিটের দ্বারা অতিমারি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে উল্লেখ করেছেন তিনি। ইতিমধ্যেই করোনার একটি ওষুধও তৈরি করেছে ডিআরডিও। ২-ডিঅক্সি-গ্লুকোজ বা ২-ডিজি (Anti Covid drug 2DG) নামে ওই ওষুধ মূলত পাউডার রূপে আসবে। জলে গুলে খেতে হবে এটি। গোটা শরীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। ভাইরাসে আক্রান্ত কোষগুলিতেও পৌঁছে যাওয়ার ক্ষমতা রয়েছে এর। ভাইরাসের বৃদ্ধিকে রোধ করার ক্ষমতা রয়েছে তার মধ্যে। ভাইরাসের প্রোটিন এনার্জি উৎপাদন বন্ধ করে দেবে এই ওষুধ। ফুসফুসের আক্রান্ত কোষে গিয়েও সক্রিয় ভাবে কাজ করতে পারবে এই ওষুধ।