Drunk Teacher: স্কুলের মধ্যেই নগ্ন অবস্থায় পড়ে মদ্যপ প্রধান শিক্ষক! ভিডিয়ো ছড়াতেই সাসপেন্ড
জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক বিশেশ্বরগঞ্জ ব্লকের শিবপুর বৈরাগী প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর নাম দুর্গা প্রসাদ জয়সওয়াল। সম্প্রতি তাঁর বিরুদ্ধেই মদ খেয়ে স্কুলের মধ্যে নগ্ন হয়ে থাকার অভিযোগ উঠেছে।
লখনউ: সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিনি। তাঁর কাঁধেই ন্যস্ত গোটা স্কুলের দায়িত্ব। তিনিই কি না মত্ত হয়ে এসেছেন স্কুলে। শুধু তাই নয়। মদ্যপ অবস্থায় নগ্ন হয়েই স্কুলে শুয়ে ছিলেন তিনি। স্কুলের সমস্ত পড়ুয়ারা দেখছেন, তাদের প্রধান শিক্ষক নগ্ন হয়ে লুটিয়ে পড়ে রয়েছেন। এই ঘটনার কথা জানাজানি হয়েই হইচই শুরু হয়ে যায়। এমনকি মত্ত অবস্থায় প্রধান শিক্ষকের নগ্ন হয়ে পড়ে থাকার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মি ডিয়ায়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশেরল বাহরাইচে। ঘটনার নিয়ে অভিযোগ পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে সে জেলার স্কুল শিক্ষা দফতর।
জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক বিশেশ্বরগঞ্জ ব্লকের শিবপুর বৈরাগী প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর নাম দুর্গা প্রসাদ জয়সওয়াল। সম্প্রতি তাঁর বিরুদ্ধেই মদ খেয়ে স্কুলের মধ্যে নগ্ন হয়ে থাকার অভিযোগ উঠেছে। ওই স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, দুর্গাপ্রসাদ স্কুলের মধ্যে প্রায়শই অশ্লীল কাজ করে থাকে। এ জন্য অনেক ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
এই ঘটনা নিয়ে বেসিক শিক্ষা আধিকারকের কাছে অভিযোগ জমা পড়ে। ঘটনা নিয়ে তদন্ত করে ব্লক এডুকেশন অফিসার। তার পরই অভিযুক্ত প্রধান শিক্ষক দুর্গা প্রসাদকে সাসপেন্ড করা হয়। ঘটনা নিয়ে বেসিক শিক্ষা আধিকারিক অব্যক্ত রাম তিওয়ারি বলেছেন, “বিশশ্বরগঞ্জের৯ শিবপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দুর্গা প্রসাদ জয়সওয়ালের বিরুদ্ধে আমরা অভিযোগ পায়। স্কুলের মধ্যে মত্ত অবস্থায় আসার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ভিডিয়ো এখনও যাচাই করা হয়নি। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২৪ জুলাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।”