প্রতীক্ষার অবসান! ডিসেম্বরেই দেশে শুরু করোনা টিকার ‘ড্রাই রান’
যে দুটি জেলায় 'ড্রাই রান' হবে তা পরিচালনা করবেন সেই জেলার জেলাশাসক।
চন্ডীগঢ়: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন কয়েক দিন আগেই জানিয়েছিলেন, জানুয়ারির যে কোনও সপ্তাহে দেশে শুরু হতে পারে করোনা (COVID) টিকাকরণ। এবার পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবির সিং সিধু জানিয়ে দিলেন, বছর শেষের আগেই শুরু হচ্ছে ‘ড্রাই রান।’ বলবিরের কথা অনুযায়ী, ২৮ ও ২৯ ডিসেম্বর পঞ্জাবে করোনা প্রতিষেধকের ‘ড্রাই রান’ চালাবে কেন্দ্র।
বিবৃতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, লুধিয়ানা ও শহিদ ভগৎ সিং নগর ‘ড্রাই রান’-এর জন্য নির্বাচিত হয়েছে। বলবির জানিয়েছেন, ড্রাই রানের মাধ্যমেই ভবিষ্যতে টিকা বন্টনের পথ উন্মুক্ত হবে। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, যে দুটি জেলায় ‘ড্রাই রান’ হবে তা পরিচালনা করবেন সেই জেলার জেলাশাসক।
বিশ্বে ব্রিটেন, আমেরিকা-সহ একাধিক দেশে শুরু হয়েছে করোনা টিকাকরণ। তবে এপর্যন্ত সবচেয়ে বেশি টিকা বন্টিত হয়েছে আমেরিকায়। সেখানে ফাইজ়ার ও মডার্নার টিকা বন্টন চলছে। ইতিমধ্যেই ট্রাম্পের দেশে ১০ লক্ষ ১০ হাজার মানুষ টিকা পেয়েছেন। চিনেও ১০ লক্ষ মানুষ টিকা পেয়ে গিয়েছেন। ব্রিটেনেও ফাইজ়ারের টিকা পেয়েছেন ৮ লক্ষ মানুষ।
আরও পড়ুন: বড়দিনে সুখবর, দেশে কমছে করোনা সংক্রমণ! একদিনে আক্রান্ত ২৩,০৬৭
দেশে করোনা টিকা বন্টনের রোডম্যাপ আগেই প্রকাশ করেছে কেন্দ্র। সরকার জানিয়েছিল প্রথম পর্বে টিকা দেওয়া হবে ২৯ কোটি নাগরিককে। যার ১ কোটি পাবেন স্বাস্থ্যকর্মীরা। ২ কোটি প্রথম সারির যোদ্ধারা ও ২৬ কোটি বয়স্ক গুরুতর আক্রান্তরা। দেশে তিনটি করোনা প্রতিষেধক অনুমোদনের আবেদন চেয়েছে। তবে ট্রায়াল চলছে ছ’টি ভ্যাকসিনের।