প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে চলল কাঁচি, ১৫ বছরের নীচে প্রবেশ নিষেধ
দর্শনার্থীদের জন্যও জারি করা হয়েছে নতুন নিয়ম। সামাজিক দূরত্ববিধি (Social Distance) মানতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই আসনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সর্বদা মাস্ক পড়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। প্রতিটি প্রবেশ দ্বারে থার্মাল স্ক্রিনিং (Thermal Screening)-র ব্যবস্থাও করা হয়েছে।
নয়া দিল্লি: দেশে করোনা সংক্রমণ কমলেও ভীতি এখনও কাটেনি। সেইকারণেই এবার কাঁচি চালানো হচ্ছে প্রজাতন্ত্র দিবসের (Republic Day)অনুষ্ঠানে। একদিকে যেমন কুচকাওয়াজের পথ কমিয়ে দেওয়া হয়েছে, তেমনই দর্শকসংখ্যাও ১ লাখ ১৫ হাজার থেকে কমিয়ে আনা হয়েছে ২৫ হাজারে। সংক্রমণের আশঙ্কায় জানানো হয়েছে, ১৫ বছরের কম বয়সী দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না।
সরকারি সূত্রে খবর, প্রতিবছর নিয়মমাফিক প্যারেড লালকেল্লায় (Red Fort) শেষ হলেও এইবছর সেই পথ কমিয়ে দেওয়া হয়েছে। এবারের কুচকাওয়াজ শুরু হবে বিজয় চক (Vijay Chowk) থেকে এবং শেষ হবে ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium)। কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে ৮.২ কিমি পথ কমিয়ে ৩.৩ কিমি করা হয়েছে।
দর্শনার্থীদের জন্যও জারি করা হয়েছে নতুন নিয়ম। সামাজিক দূরত্ববিধি (Social Distance) মানতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই আসনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সর্বদা মাস্ক পড়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। প্রতিটি প্রবেশ দ্বারে থার্মাল স্ক্রিনিং (Thermal Screening)-র ব্যবস্থাও করা হয়েছে।
আরও পড়ুন: ভয়ঙ্কর পরিণতি! রাস্তার ধারে ঘুমিয়েছিলেন, ১৩ শ্রমিককে পিষে মেরে দিল ট্রাক
প্রবেশের সময় যদি কোনও দর্শকের করোনার কোনও উপসর্গ থাকে, তবে তাঁদের জন্য আলাদাভাবে আইসোলেশন বুথ (Isolation Booth) বানানো হয়েছে। প্রতিটি বুথেই উপস্থিত থাকবেন একজন করে চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মী উপস্থিত থাকবেন।
দর্শকাসনের প্রতিটি অংশে নিয়মিত স্যানিটাইজেশনের পাশাপাশি ভিআইপি (VIP)-দের বসার জায়গায় অ্যান্টি-ভাইরাল ও ব্যাকটেরিয়াল কোটিং স্প্রে করা হবে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে।
করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই বছর বিদেশ থেকে কোনও অতিথি আসবেন না বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে। প্রথমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিন্তু ব্রিটেনের অভিযোজিত করোনা সংক্রমণের দেখা মিলতেই তিনি সফর বাতিল করে দেন।
অনুষ্ঠানে অনেক কাটছাঁট হলেও এইবছরের প্রজাতন্ত্র দিবসে বিশেষ চমকও থাকছে। এই প্রথম কুচকাওয়াজের অংশ হতে চলেছে রাফাল যুদ্ধ বিমান (Rafale Fighter Jet)।
আরও পড়ুন: দেশে টিকা পেলেন ৩ লক্ষ ৮১ হাজার মানুষ, ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া