State Bank of India: শুক্রবার মধ্যরাতে স্তব্ধ হবে ব্যাঙ্কিং পরিষেবা, কাজ করবে না অ্যাপ-ইউপিআই

Banking Service Interrupted: দেশের কোটি কোটি মানুষ ভরসা রাখেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উপর। গোটা দেশের সব প্রান্তেই রয়েছে এই ব্যাঙ্কের শাখা। শাখার মাধ্যমে পরিষেবা দেওয়ার পাশাপাশি অনলাইন, নেট ব্যাঙ্কিং এবং অ্যাপের মাধ্যমেও নিরন্তর পরিষেবা দেয় স্টেট ব্যাঙ্ক। শুক্রবার রাতে সেই পরিষেবা থেকে বঞ্চিত হবেন দেশের কোটি কোটি গ্রাহক।

State Bank of India: শুক্রবার মধ্যরাতে স্তব্ধ হবে ব্যাঙ্কিং পরিষেবা, কাজ করবে না অ্যাপ-ইউপিআই
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Dec 22, 2023 | 6:55 PM

নয়াদিল্লি: শুক্রবার মধ্যরাতে স্তব্ধ হবে স্টেট ব্যাঙ্কের (State Bank of India) পরিষেবা। SBI-এর ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking) এবং অ্যাপের পরিষেবা বন্ধ থাকবে। শুক্রবার মধ্যরাতে প্রায় এক ঘণ্টা পরিষেবা স্তব্ধ থাকার কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক। শুক্রবার দুপুরে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে।

দেশের কোটি কোটি মানুষ ভরসা রাখেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উপর। গোটা দেশের সব প্রান্তেই রয়েছে এই ব্যাঙ্কের শাখা। শাখার মাধ্যমে পরিষেবা দেওয়ার পাশাপাশি অনলাইন, নেট ব্যাঙ্কিং এবং অ্যাপের মাধ্যমেও নিরন্তর পরিষেবা দেয় স্টেট ব্যাঙ্ক। শুক্রবার রাতে সেই পরিষেবা থেকে বঞ্চিত হবেন দেশের কোটি কোটি গ্রাহক। শুক্রবার রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking), ইয়নো (YONO), ইয়নো লাইট (Yono Lite), ইউপিআই কাজ করবে না। এসবিআই-এর তরফে জানানো হয়েছে, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে।

শুক্রবার দুপুরে SBI-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এ নিয়ে লেখা হয়েছে, “নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো, ইয়নো লাইট, ইয়নো বিজনেস ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ, ইউপিআই পরিষেবা ২৩ ডিসেম্বর ০০.৪০ থেকে ০১.৪০ পর্যন্ত বন্ধ থাকবে।” এই সময়ের পর আবার চালু হয়ে যাবে পরিষেবা। গ্রাহকরাও তা ব্যবহার করতে পারবেন।