Triple Talaq: কিডনি দান মহিলার, তিন তালাক দিলেন স্বামী

Uttar Pradesh News: হোয়াটসঅ্যাপে তিন তালাক পাওয়ার পরেও বিষয়টি মেটানোর চেষ্টা করেন তারান্নুম। কিন্তু, রশিদ তাঁর কোনও কথা শুনতে নারাজ ছিলেন। তাঁকে জোর করে বাপেরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তারান্নুম।

Triple Talaq: কিডনি দান মহিলার, তিন তালাক দিলেন স্বামী
প্রতীকী ছবি।Image Credit source: AP
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 7:08 PM

গোন্ডা: ভাইয়ের দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। তাঁকে প্রাণে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন দিদি। সেটাই হয়ে গিয়েছে ‘অপরাধ’। তার জন্য তিন তালাক পেতে হল দিদিকে। এমনই ঘটনার সাক্ষী হয়েছে উত্তর প্রদেশের গোন্ডা জেলা।

গোন্ডা জেলার বাসিন্দা তারান্নুমকে তিন তালাক দিয়েছেন তাঁর স্বামী মহম্মদ রশিদ। ভাইকে কিডনি দেওয়ার জন্যই রশিদ তাঁকে হোয়াটসঅ্যাপে তিন তালাক দিয়েছেন বলে অভিযোগ তারান্নুমের। তিনি আরও জানান, ভাইকে কিডনি দান করার জন্য রশিদ তাঁর থেকে ৪০ লক্ষ টাকা চেয়েছিল। তিনি দিতে পারেননি। এরপরই তাঁকে হোয়াটসঅ্যাপে তিন তালাক লিখে পাঠান। স্বামীর এভাবে তিন তালাক দেওয়ার ঘটনা মেনে নিতে নারাজ দীর্ঘদিন ধরে অপমান সহ্য করা তারান্নুম। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

তারান্নুম জানান, ২০ বছর আগে তাঁর সঙ্গে রশিদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর কর্মসূত্রে রশিদ সৌদি আরব চলে যান। তাঁদের এখনও পর্যন্ত কোনও সন্তান হয়নি। রশিদ দ্বিতীয় বিয়েও করেন। সম্প্রতি তারান্নুমের ভাই মহম্মদ শাকিরের দুটি কিডনি নষ্ট হয়ে যায় এবং চিকিৎসা করাতে তিনি মুম্বই যান। এরপর মাস পাঁচেক আগে তারান্নুমও মুম্বই যান এবং অস্ত্রোপচার করে তাঁর একটি কিডনি ভাইকে দান করেন। কিডনি দানের পর দীর্ঘদিন চিকিৎসা, বিশ্রামের মধ্য দিয়ে যাওয়ার পর সম্প্রতি তিনি গোন্ডায় শ্বশুরবাড়ি ফিরে আসেন। সেখানে স্বামীর সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। তারপর হোয়াটসঅ্যাপে তাঁকে তিন তালাক লিখে দেন রশিদ।

যদিও হোয়াটসঅ্যাপে তিন তালাক পাওয়ার পরেও বিষয়টি মেটানোর চেষ্টা করেন তারান্নুম। কিন্তু, রশিদ তাঁর কোনও কথা শুনতে নারাজ ছিলেন। তাঁকে জোর করে বাপেরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তারান্নুম। সামান্য কারণে হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক দেওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন গোন্ডার এএসপি রাধেশ্যাম রাই।