E-Shram Portal: সহজেই পাওয়া যাবে সব স্কিমের সুবিধা, চালু হল কেন্দ্রের নয়া পোর্টাল
৩৮ কোটি শ্রমিকেরই নাম নথিভুক্ত করাই লক্ষ্য কেন্দ্রের।
নয়া দিল্লি: অসংগঠিত শ্রমিকদের স্বীকৃতি দিতে নতুন পোর্টাল চালু করল কেন্দ্র। ওই পোর্টালে দেশে সব অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের তথ্য সংরক্ষিত থাকবে। আজ, বৃহস্পতিবার এই পোর্টালের উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব। ওই সব শ্রমিকদের যাতে বিভিন্ন স্কিমের সুযোগ-সুবিধা পেতে সুবিধা হয়, সে কথা মাথায় রেখেই এই পোর্টাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুযায়ী, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সার্বিক উন্নয়নের সাহায্য করবে এই পোর্টাল। আধারের ওপর ভিত্তি করে এই ডেটাবেস তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। শ্রম মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি জানিয়েছেন, ৪০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ক্ষেত্রে।
এই পোর্টালের মাধ্যমে দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের নাম নথিভুক্ত রাখা হবে। নির্দিষ্ট সময় অন্তর তাঁদের সম্পর্কে সব তথ্য আপডেটও করা হবে। এই পোর্টালের মাধ্যমেই শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের নানা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধাও পাবেন বলে জানা গিয়েছে। নতুন কোনও প্রকল্প চালু হলেও তার সুবিধা নেওয়ার জন্যও শ্রমিকদের নাম নথিভুক্ত করে দেওয়া হবে।
এই পোর্টালে যাতে দেশের ৩৮ কোটি শ্রমিকেরই নাম নথিভুক্ত করা হয়, সেই লক্ষ্যই স্থির করেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে পরিযায়ী শ্রমিক, নির্মাণকাজের সঙ্গে যুক্ত শ্রমিক, ফুটপাথের বিভিন্ন বিক্রেতা সহ অনেকে। এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করলে সেই সমস্ত শ্রমিকদেরই ১২ ডিজিটের একটি ইউনিক নম্বর দেওয়া হবে, যা আগামিদিনে তাদের নানা প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করবে।
.@LabourMinistry has approved a budget of approximately ₹404 crores for the registration of the Unorganised Workers on the E-Shram portal.
None of the UWs will have to spend any money for the registration on the portal – Union MoS @Rameswar_Teli #ShramevJayate pic.twitter.com/tKP3zlaun0
— PIB India (@PIB_India) August 26, 2021
এ দেশের নাগরিকরা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত। তবে প্রতিটি পেশা নথিভুক্ত বা স্বীকৃত নয়। নাম নথিভুক্ত না থাকায় স্বীকৃতি বা সরকারি পরিষেবার সুযোগও পান না কয়েক কোটি মানুষ। নানা কারণে এই পোর্টালের কাজ দীর্ঘদিন আটকে ছিল। সম্প্রতিই সুপ্রিম কোর্ট এই নিয়ে ভৎসর্না করায় ফের কাজ শুরু হয়। আরও পড়ুন: পরমাণু বোমা তৈরির উপকরণ মিলল কলকাতায়, দাম ৪ হাজার কোটি টাকা!