উত্তপ্ত উপত্যকা, অনন্তনাগে এনকাউন্টারে ধৃত জঙ্গি

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই জঙ্গির নাম জাহির আব্বাস লোনে। পুলওয়ামা জেলার বাসিন্দা জাহিরের তলপেটে গুলি লেগেছে। বর্তমানে চিকিৎসা চলছে।

উত্তপ্ত উপত্যকা, অনন্তনাগে এনকাউন্টারে ধৃত জঙ্গি
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Dec 17, 2020 | 1:47 PM

শ্রীনগর: উপত্যকায় গ্রেফতার এক জঙ্গি। জম্মু-কাশ্মীরের অনন্তনাগে বৃহস্পতিবার এনকাউন্টারে আহত হয় ওই জঙ্গি। সুরক্ষাবাহিনী তাঁকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিস জানায়, অনন্তনাগ জেলার বাবা গুন্দ খালিল এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালেই তল্লাশি অভিযান চালায় সুরক্ষাবাহিনী। কিছুক্ষণের মধ্যেই সেই অভিযান গুলির লড়াইয়ে পরিণত হয়।

আরও পড়ুন: বহুত্ববাদের উপর তৈরি হবে অযোধ্যার মসজিদ, শিলান্যাস প্রজাতন্ত্র দিবসে

সুরক্ষাবাহিনীর উপর টানা গুলি চালায় ওই এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা। বাকিরা পালাতে সক্ষম হলেও আহত হয় এক জঙ্গি ধরা পড়ে যায়। তাঁকে গ্রেফতার করে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই জঙ্গির নাম জাহির আব্বাস লোনে। পুলওয়ামা জেলার বাসিন্দা জাহিরের তলপেটে গুলি লেগেছে। বর্তমানে চিকিৎসা চলছে।

বিগত কয়েক মাস ধরেই সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এর আগে জম্মুর নাগরোটাতেও পুলিসি এনকাউন্টারে খতম হয় চার জঙ্গি। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর সূত্রেই পাক যোগ প্রমাণিত হয়।

আরও পড়ুন: আন্দোলনের মাঝেই আগামিকাল মধ্য প্রদেশে কৃষকদের মুখোমুখি নরেন্দ্র মোদী