করোনার কোপ, এক ধাক্কায় ২০ টি দূরপাল্লার ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল পূর্ব রেল
১০ জোড়া দূরপাল্লার ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হল। এ দিন পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়টি জানানো হয়েছে।
কলকাতা: করোনার কোপে কার্যত বিপর্যস্ত হতে বসেছে রেলওয়ে পরিষেবা। বিগত কয়েকদিন যাবত একের পর এক দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে যাত্রীর অভাবে। এ বার নতুন করে আরও ১০ জোড়া দূরপাল্লার ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হল। এ দিন পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়টি জানানো হয়েছে।
রেলওয়ের পক্ষ থেকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, যে সমস্ত দূরপাল্লা এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে সেগুলিতে পর্যাপ্ত যাত্রী হচ্ছিল না। সেই কারণে তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওই সমস্ত ট্রেন বাতিল হলেও ওই নির্দিষ্ট রুটে অন্যান্য ট্রেন রয়েছে যার মাধ্যমে যাত্রীরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে আবার স্বাভাবিক পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।
বাতিলের তালিকায় কোন কোন ট্রেন?
হাওড়া-মালদা টাউন স্পেশাল (আপ এবং ডাউন) হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল (আপ এবং ডাউন) কলকাতা-লালগোলা স্পেশাল (আপ এবং ডাউন) হাওড়া-মালদা টাউন স্পেশাল (আপ এবং ডাউন) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল (আপ এবং ডাউন) কলকাতা-রাধিকাপুর স্পেশাল (আপ এবং ডাউন) কলকাতা-বালুরঘাট স্পেশাল (আপ এবং ডাউন) হাওড়া-ধানবাদ স্পেশাল (আপ এবং ডাউন) হাওড়া-মুজফফরপুর স্পেশাল (আপ এবং ডাউন) রাঁচি-দেওঘর স্পেশাল (আপ এবং ডাউন)
আরও পড়ুন: ‘ববিকে জেল থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার’, নবান্ন থেকে ফিরে ফিরহাদের বাড়িতে হাজির মমতা
প্রসঙ্গত, দেশজুড়ে করোনার প্রথম ঢেউ ধাক্কা মারার পরও একটা দীর্ঘ সময় থমকে ছিল রেলের চাকা। প্রায় সমস্ত ধরনের ট্রেন চলাচল বাতিল করে দেওয়া হয় সাময়িকভাবে। পরবর্তী সময় সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হলে নতুন করে শুরু হয় পরিষেবা। কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ যেন অতীতের স্মৃতিকেই ফিরিয়ে আনছে ক্রমশ।
আরও পড়ুন: ভয় বাড়চ্ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’, উপসর্গ থেকে চিকিৎসা, বিশদে নির্দেশিকা এইমসের