ED Arrest Prem Prakash: একে-৪৭ উদ্ধারের পরই গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, সাসপেন্ড ২ পুলিশকর্মীও
Enforcement Directorate: স্থানীয় থানার স্টেশন ইনচার্জ বিনোদ কুমার জানান,প্রেম প্রকাশের বাড়ি থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তা পুলিশের নিরাপত্তারক্ষীদের বলেই দাবি করেছেন।
রায়পুর: বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পরই গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সঙ্গী প্রেম প্রকাশ। বুধবার রাতেই ঝাড়খণ্ডের রাঁচীর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ দায়ের করা হয়েছে। বেআইনি খাদানের মামলাতেও তাঁর নাম জড়িত রয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।
বুধবার সকালেই ১০০ কোটির বেআইনি খাদান মামলায় ঝাড়খণ্ড, তামিলনাড়ু, দিল্লি-এনসিআর সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। রাঁচীতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ প্রেম প্রকাশের বাড়িতে তল্লাশি চালাতেই তাঁর বাড়ির আলমারি থেকে উদ্ধার করা হয় দুটি একে-৪৭ ও ৬০টি কার্তুজ। এরপরই রাতে গ্রেফতার করা হয় প্রেম প্রকাশকে।
স্থানীয় থানার স্টেশন ইনচার্জ বিনোদ কুমার জানান,প্রেম প্রকাশের বাড়ি থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তা পুলিশের নিরাপত্তারক্ষীদের বলেই দাবি করেছেন। রাঁচী পুলিশ ইতিমধ্যেই দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে প্রেম প্রকাশের বাড়িতে নিজেদের অস্ত্র রাখার অভিযোগে। তবে কী কারণে ওই প্রভাবশালী ব্যক্তির বাড়িতে অস্ত্র রাখা হয়েছিল, তা এখনও জানা যায়নি।
অভিযুক্ত যে দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা জানিয়েছেন, গত ২৩ অগস্ট ডিউটি শেষে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় প্রেম প্রকাশের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তারক্ষীর সঙ্গে দেখা করতে যান। খারাপ আবহাওয়ার কারণেই রাইফেল ও কার্তুজ প্রেম প্রকাশের বাড়ির আলমারিতে রেখে আসেন। চাবি তাদের কাছেই ছিল বলে দাবি করেছেন তাঁরা।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে টুইট করে লেখেন, “প্রেম প্রকাশকে গ্রেফতার করেছে ইডি। প্রকাশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ। তাঁর পারিবারিক বন্ধু অমিত আগরওয়ালের সঙ্গে প্রেম প্রকাশের কী সম্পর্ক তা খতিয়ে দেখা প্রয়োজন।”
অন্যদিকে, ইডি সূত্রে জানানো হয়েছে, গত মে মাসেই বেআইনি খাদান ও বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রিয়েল এস্টেট ব্যবসায়ী প্রেম প্রকাশকে।