AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BBC India: বৈদেশিক লেনদেনে গরমিল! বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা ইডি-র

ED: বিদেশে বিবিসির পাঠানো অর্থের বিস্তারিত খতিয়ে দেখা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। বৈদেশিক আর্থিক লেনদেনের বিস্তারিত হিসাব জমা দেওয়ার জন্য বিবিসিকে ইডি বলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

BBC India: বৈদেশিক লেনদেনে গরমিল! বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা ইডি-র
বিবিসি ইন্ডিয়াকে তলব ইডির
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 1:10 PM
Share

নয়াদিল্লি: সংবাদ সম্প্রচারক বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে (ফেমা) মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এ খবর জানা গিয়েছে। বৈদেশিক লেনদেন নিয়মভঙ্গের অভিযোগে বিবিসি ইন্ডিয়াকে ইডি ডেকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। বিদেশে বিবিসির পাঠানো অর্থের বিস্তারিত খতিয়ে দেখা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। বৈদেশিক আর্থিক লেনদেনের বিস্তারিত হিসাব জমা দেওয়ার জন্য বিবিসিকে ইডি বলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মাসখানেক আগেই আয়কর দফতরের দল বিবিসির দিল্লি এবং মুম্বই অফিসে হানা দিয়েছি। করের ক্ষেত্রে অনিয়ম, মুনাফা বদলানো এবং নিয়ম না মানার অভিযোগে ফেব্রুয়ারি মাসে হানা দিয়েছিল আয়কর বিভাগ। তার কয়েক মাসের মধ্যেই ইডির সমন গেল বিবিসি ইন্ডিয়ার অফিসে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করবে সংবাদ সম্প্রচারক সংস্থা বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে। বৈদেশিক বাণিজ্য নীতিতে গরমিলের অভিযোগ ব্রিটেনের সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত করবে ইডি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই)-এর নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে। ফেমা আইনে মামলা দায়ের করা হয়েছে বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে। বিদেশি বিনিয়োগ ও লেনদেন সংক্রান্ত বিস্তারিত নথি দেখাতে হবে ইডিকে। এর আগে আয়কর বিভাগের অভিযান হয়েছিল বিবিসির দফতরে। জিজ্ঞাসাবাদের জন্য সেখানকার কর্মীদের রাতভর আটক থাকতে হয় অভিযোগে।

গত কয়েক মাস ধরেই বিতর্কের কেন্দ্রে বিবিসি ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল বিবিসি। যা নিয়ে বিতর্ক চরমে ওঠে। ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়শ্চন’ নামের ওই তথ্যচিত্রের দুটি ভাগ ছিল। সেখানেই ২০২২ সালের গুজরাত দাঙ্গা নিয়ে তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার সমালোচনা করা হয়। যদিও দাঙ্গা থামাতে মোদী যথাযথ ভূমিকা পালন করেনি এই অভিযোগ খারিজ করে সুপ্রিম কোর্ট। কিন্তু তথ্যচিত্রে তা নিয়ে প্রশ্ন তোলায় তৈরি হয় বিতর্ক। বিবিসি ইচ্ছাকৃত ভাবে বিষয়টি খুচিয়ে তুলতে এই কাজ করেছেন বলেও অভিযোগ ওঠে।