S Jaishankar: ‘ভাল প্রতিবেশী হওয়া অর্থ এই নয় যে…’, সন্ত্রাসবাদ নিয়ে পরোক্ষে পাকিস্তানকে খোঁচা বিদেশমন্ত্রীর
India-Pakistan conflict: তিনি বলেন, "আমরা কখনও এই বিষয়টিকে (সন্ত্রাসবাদ) স্বাভাবিক হিসাবে মেনে নেব না। আমাদের আলোচনার টেবিলে বসানোর জন্য সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেব না আমরা কখনওই।"
নয়া দিল্লি: প্রতিবেশী দেশকে নিয়ে বিরক্ত ভারত (India)। সন্ত্রাসবাদকে (Terrorism) নিয়ে ভারত ও প্রতিবেশী দেশ পাকিস্তানের (Pakistan) মধ্যে চাপান-উতোর লেগেই আছে। সম্প্রতিই রাষ্ট্রপুঞ্জ থেকে আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে সন্ত্রাসবাদ ও তাতে পাকিস্তানের মদত নিয়ে সরব হয়েছে ভারত। সন্ত্রাসবাদ নিয়ে ফের একবার পাকিস্তানকে খোঁচা দিল ভারত। সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়েই শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) পরোক্ষে পাকিস্তানকে আক্রমণ করেন। তিনি বলেন, ভারতকে আলোচনার টেবিলে বসানোর জন্য সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা যায় না।
সাইপ্রাসে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিদেশমন্ত্রী নাম না করেই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের সমালোচনা করেন। তিনি বলেন, “আমরা কখনও এই বিষয়টিকে (সন্ত্রাসবাদ) স্বাভাবিক হিসাবে মেনে নেব না। আমাদের আলোচনার টেবিলে বসানোর জন্য সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেব না আমরা কখনওই। আমরা সকল প্রতিবেশীর সঙ্গেই ভাল সম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু ভাল প্রতিবেশী হওয়র অর্থ এই নয় যে সন্ত্রাসবাদ থেকে নজর ফিরিয়ে নেওয়া বা তাকে যুক্তিযুক্ত হিসাবে গণ্য করা। এই বিষয়টি আমরা স্পষ্ট করে দিতে চাই।”
তিনি আরও বলেন, “সীমান্ত নিয়ে আমাদের অনেক সমস্যা, প্রতিবন্ধকতা রয়েছে। করোনাকালে সীমান্ত নিয়ে সমস্যা আরও বেড়েছে। আপনারা সকলেই জানেন চিনের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। তার কারণ হল আমরা কোনওভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিবর্তন আনার কোনও চেষ্টা বরদাস্ত করি না। সুতরাং বিদেশনীতির দিক থেকে, জাতীয় নিরাপত্তার দিক থেকে আমি আপনাদের কাছে কূটনীতির কঠোর অবস্থানের চিত্র তুলে ধরতে পারি।”