Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghulam Nabi Azad: ৪ মাসেই মন বদল, ‘আজ়াদি’ ভুলে নতুন বছরেই পুরনো দলে ফিরছেন গুলাম?

Congress: রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলেন, "আমি কারোর উপরে কাদা ছুড়িনি। যা বলার, তা ইস্তফাপত্রেই সাফ জানিয়ে দিয়েছি। যারা আমার উপরে আস্থা রেখেছেন, তাদের সেবার জন্য আমি নিজের পথ বেছে নিয়েছি।"

Ghulam Nabi Azad: ৪ মাসেই মন বদল, 'আজ়াদি' ভুলে নতুন বছরেই পুরনো দলে ফিরছেন গুলাম?
গুলাম নবি আজাদ। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 6:59 AM

নয়া দিল্লি: নতুন বছরে কি ফের নতুন অধ্যায় শুরু করবেন গুলাম নবি আজ়াদ (Ghulam Nabi Azad)? ২০২২ সালেই কংগ্রেসের (Congress) সঙ্গে ৫০ বছরের সম্পর্ক ছিন্ন করেন গুলাম নবি আজ়াদ। তৈরি করেন নিজের নতুন দল ডেমোক্রাটিক প্রগ্রেসিভ আজ়াদ পার্টি (Democratic Progressive Azad Party)। দল ছাড়ার চার মাস পরেই জল্পনা, তিনি আবার নাকি কংগ্রেসেই ফিরতে চলেছেন। নতুন বছরেই তিনি কংগ্রেসে ফিরতে পারেন। তবে এই জল্পনা শুরু হতে না হতেই তা উড়িয়ে দিলেন খোদ গুলাম নবি আজ়াদ। শুক্রবার তিনি জানান, কংগ্রেসে ফেরার কোনও পরিকল্পনা নেই।

সংবাদসংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে প্রবীণ নেতা জানান, ৫২ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন। কংগ্রেসে ফেরার আর কোনও পরিকল্পনা নেই। এটা কংগ্রেসের কয়েকজন নেতার পরিকল্পনা। এর পিছনে কোনও সত্যতা নেই। তিনি বলেন, “আমি কোনও কংগ্রেস নেতার সঙ্গে কথা বলিনি। ওঁরাও কেউ আমায় ফোন করেননি। তাই বুঝে পারছি না যে সংবাদমাধ্যমে এরকম খবর আসছে কোথা থেকে।”

কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, “দলীয় কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করতে এবং আমার দল ভেঙে দিতেই কংগ্রেস নেতারা এইসব গুজব রটাচ্ছেন। যাই-ই করুন না কেন, আমরা আরও শক্তিশালী হয়ে রাজনীতির ময়দানে নিজের জায়গা তৈরি করে নেব।”

রাজ্যসভার প্রাক্তন সাংসদ বলেন, “আমি কারোর উপরে কাদা ছুড়িনি। যা বলার, তা ইস্তফাপত্রেই সাফ জানিয়ে দিয়েছি। যারা আমার উপরে আস্থা রেখেছেন, তাদের সেবার জন্য আমি নিজের পথ বেছে নিয়েছি।”

আগামী মাসেই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা জম্মু-কাশ্মীরে প্রবেশ করবে। এই পদযাত্রায় তিনি অংশ নেবেন কি না, এই প্রশ্ন করা হলে গুলাম নবি আজ়াদ বলেন, “আমার এইরকম কোনও পরিকল্পনা নেই। নিজের কাজ নিয়েই ব্যস্ত আমি। আমার হাতে অনেক কাজ।”