Mass Suicide: ৬টা বডি ছড়িয়ে-ছিটিয়ে ঘরের এখানে-ওখানে, গলায় দড়ি দিয়ে মাঝে ঝুলছে যুবক
Crime News: প্রাথমিক তদন্তে অনুমান, পরিবারের প্রধান, এক যুবক তাঁর স্ত্রী, তিন সন্তান-তিন বছরের দুই শিশুকন্যা ও সাত বছরের ছেলেকে বিষ খাওয়ান। নিজের মা-বাবাকেও বিষ দেন তিনি। এরপরে ওই যুবক নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
সুরাট: এ ঘরে-ও ঘরে ছড়িয়ে ছিটিয়ে সবকিছু। নিথর অবস্থায় পড়ে রয়েছেন সকলে। কোনও সাড়াশব্দ নেই কারোর। ঘরের মাঝখানে ঝুলছে একটি দেহ। বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের সাতজনের মৃতদেহ (Deadbody Recover)। ছাড় পায়নি শিশুরাও। তিন শিশুরও দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সকলে আত্মহত্য়া করেছেন। একটি সুইসাইড নোটও (Suicide Note) উদ্ধার হয়েছে।
ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে (Surat)। পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার ভোরে সুরাটের পালানপুরে সিদ্ধেশ্বর অ্যাপার্টমেন্ট থেকে সাতজনের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, পরিবারের প্রধান, এক যুবক তাঁর স্ত্রী, তিন সন্তান-তিন বছরের দুই শিশুকন্যা ও সাত বছরের ছেলেকে বিষ খাওয়ান। নিজের মা-বাবাকেও বিষ দেন তিনি। এরপরে ওই যুবক নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
শনিবার ভোরে পরিচারক গিয়ে বেল বাজালেও, কেউ দরজা না খোলায় পড়শিরা বাধ্য হয়ে দরজা ভাঙেন। ঘরে ঢুকে বিছানায় ছয়জনের মৃতদেহ ও ঘরে মাঝখানে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই পরিবারের আর্থিক সমস্যা চলছিল। সম্প্রতিই আর্থিক লেনদেন ঘিরে ঝামেলাও হয়। ওই কারণেই পরিবারের সকলে একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে অনুমান।