Family Suicide: আশ্রমের দরজা ভাঙতেই শিউরে ওঠার মতো দৃশ্য, পরিবারের ৪ সদস্যের ঝুলন্ত দেহ
Family Suicide: ঝুলন্ত দেহ চোখে পড়ার পরই আশ্রমের তরফে থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যান অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আদেশ পাণ্ডে। মৃতদের মধ্যে একজন মহিলা। মৃতদের নাম কোন্ডা বাবু, লাবন্য, রাজেশ ও জয়রাজ।
বারাণসী: গত ৩ ডিসেম্বর আশ্রমে এসে হাজির হয়েছিল এক পরিবার। বারাণসীর আশ্রমে গত কয়েকদিন ধরেই ছিল তারা। কিন্তু এমনটা যে ঘটতে পারে, তা কল্পনাও করেননি আশ্রমের কর্মীরা। বৃহস্পতিবার সকালে কেউ দরজা খুলছে না দেখে কর্মীরা দরজার সামনে গিয়ে ডাকাডাকি শুরু করেন। তাতেও কোনও লাভ না হওয়ায় দরজায় ধাক্কা দেওয়া শুরু হয়। এরপর কোনও রকমে জানালা দিয়ে উঁকি মেরে ভিতরটা দেখার চেষ্টা করেন তাঁরা। সেখানে যে দৃশ্য চোখে পড়ে, তাতে কার্যত কেঁপে যান তাঁরা। দেখেন, ভিতরে ঝুলছে চারজনের দেহ।
মৃত চারজনই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁরা একই পরিবারের সদস্য। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, আত্মঘাতী হয়েছেন ওই চারজন। বারাণসীতে অন্ধ্র আশ্রমের কাশী ভবনে থাকছিলেন তাঁরা। বারাণসীর পুলিশ কমিশনার মুথা অশোক জৈন জানিয়েছেন, ওই ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তার থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই পরিবার কোনও আর্থিক সমস্যায় ভুগছিল।
ঝুলন্ত দেহ চোখে পড়ার পরই আশ্রমের তরফে থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যান অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আদেশ পাণ্ডে। মৃতদের মধ্যে একজন মহিলা। মৃতদের নাম কোন্ডা বাবু, লাবন্য, রাজেশ ও জয়রাজ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।