ফের বৈঠক ব্যর্থ, ১১ দিনে পড়ল আন্দোলন, আইন প্রত্যাহারের দাবিতে অনড় ‘অন্নদাতা’রা
'হ্যাঁ' বা 'না' তে জবাব দিন। কেন্দ্রকে স্পষ্ট জানালেন আন্দোলনকারীরা।
নয়া দিল্লি: কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদে কৃষকদের আন্দোলন (Farmer Protest) রবিবার ১১ দিনে পড়ল। শনিবার কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে দিল্লির (Delhi) বিজ্ঞান ভবনে বৈঠক করেন কৃষক-প্রতিনিধিরা। এদিনও কোনও সমাধান সূত্র মেলেনি। এই নিয়ে পাঁচবার মুখোমুখি হল দুই পক্ষ।
সূত্রের খবর, কেন্দ্র যেখানে নয়া তিন কৃষি আইনে সংশোধনের কথা ভাবছে, কৃষকরা সেখানে আইন প্রত্যাহারের দাবিতে অনড়। কৃষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারের কাছে তাঁরা ‘হ্যাঁ’ বা ‘না’তে জবাব চান। আগামী ৯ ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে আরও এক দফা বৈঠকে বসবে কৃষক সংগঠনগুলি।
এদিকে টানা কৃষক আন্দোলনের জেরে একের পর এক সীমানা বন্ধ হচ্ছে। চরম যানজটে নাকাল রাজধানী। একই ছবি হরিয়ানা, উত্তর প্রদেশের বহু জায়গায়। সিংঘু বর্ডারে (Singhu) (হরিয়ানা-দিল্লি সীমানা) বড় সংখ্যক আন্দোলনকারীরা অবস্থান করছেন। তিকরিতেও চলছে অবস্থান-আন্দোলন।
Delhi: Farmers continue to hold a sit-in protest at Singhu (Haryana-Delhi border) against the Centre’s #FarmLaws. pic.twitter.com/774cbrGtlK
— ANI (@ANI) December 6, 2020
দিল্লি-নয়ডার চিল্লা সীমানায় দু’তরফেই গাড়ি যাতায়াত এক প্রকার বন্ধ। গৌতম বুদ্ধ দ্বারে হাজার হাজার কৃষকের ভিড়। একই ছবি গাজিপুর সীমানায় গাজিপুর থেকে দিল্লিগামী পথেরও। প্রতিটি ক্ষেত্রেই বিকল্প রাস্তা দিয়ে গাড়ি বের করানোর চেষ্টায় ট্রাফিক পুলিস।
আরও পড়ুন: ৮ ডিসেম্বরের ভারত বনধে রাজধানী স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা ক্ষুব্ধ কৃষকদের
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আগামী ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষক সংগঠনগুলির দাবি, মোদী সরকার নতুন যে তিন কৃষি আইন এনেছে, তা একেবারেই কৃষক স্বার্থের পরিপন্থী। তাই গোটা দেশের কৃষকরা এক হয়ে পথে নেমেছেন। বিভিন্ন রাজ্যে কৃষক সংগঠনগুলি পৃথক হলেও এই লড়াই তাঁরা এক মঞ্চ থেকেই লড়বেন বলে ঘোষণা করেছেন।