Mig-21 Fighter Aircraft: অবশেষে অবসর, আর আকাশে উড়বে না ভারত-পাক যুদ্ধের নায়ক মিগ-২১
Mig-21 Fighter Aircraft: এর আগে একাধিক দুর্ঘটনার কবলে পড়েছিল মিগ-২১। গত মে মাসে রাজস্থানে পরপর ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান। দুর্ভাগ্যজনকভাবে বায়ুসেনার একজন পাইলটের মৃত্যু হয়। তারপরই কড়া সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বায়ুসেনা।
নয়া দিল্লি: অবসর যে আসন্ন সে কথা শোনা গিয়েছিল আগেই। অবশেষে মঙ্গলবার শেষবারের জন্য আকাশে উড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বাইসন যুদ্ধবিমান। এদিন রাজস্থানের বারমেরের উত্তরলাইতে শেষবারের জন্য উড়ল ভারত-পাক যুদ্ধ জয়ের অন্যতম নায়ক মিগ-২১ বাইসন। সূত্রের খবর, মোট তিনটি স্কোয়াড্রন রয়েছে এই মিগ-২১ যুদ্ধ বিমানের। যার মধ্যে আজ মিগ-২১ বাইসনের স্কোয়াড্রোন ভারতীয় বায়ুসেনা থেকে অবসর নিয়ে নিল। এই স্কোয়াড্রোনের নাম “অরিয়ালস”। যা সুখোই – ৩০ যুদ্ধবিমানের স্কোয়াড্রন হিসেবে অন্তর্ভুক্ত হয়ে গেল।
বাকি দু’টি স্কোয়াড্রোন আগামী ২০২৫ সালের মধ্যে অবসর নেমে ভারতীয় বায়ুসেনা থেকে। তারমধ্যে মিগ-২১ যুদ্ধবিমানকে যে স্কোয়াড্রোন গুলি নিয়ন্ত্রণ করত, তাদের হাতে আধুনিক লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস চলে আসবে বলে খবর।
এর আগে একাধিক দুর্ঘটনার কবলে পড়েছিল মিগ-২১। গত মে মাসে রাজস্থানে পরপর ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান। দুর্ভাগ্যজনকভাবে বায়ুসেনার একজন পাইলটের মৃত্যু হয়। তারপরই কড়া সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সম্মত্তি জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। সিদ্ধান্তে বলা হয়েছিল, অনির্দিষ্টকালের জন্য মিগ ২১ বাইসন যুদ্ধবিমানকে বসিয়ে দেওয়া হল। কারণ হিসাবে বায়ুসেনার তরফে জানানো হয়েছে, পরপর ঘটনায় বহু বায়ুসেনার পাইলট শহিদ হয়েছেন। তাই ত্রুটি বিচ্যুতি না খুঁজে আর আকাশে ওড়ানো হবে না মিগ ২১ বাইসন যুদ্ধবিমান।
প্রসঙ্গত, আগের সোভিয়েত ইউনিয়নের হাতেই জন্ম হয়েছিল এই যুদ্ধ বিমানের। বিমান নির্মাতা সংস্থা মিকোয়ান-গুরেভিচ (সংক্ষেপে মিগ) অ্যারোস্পেস কর্পোরেশন এই যুদ্ধবিমানের নকশা তৈরি করেছিল। ১৯৫৫ সালে আকাশে উড়েছিল মিগ-২১ যুদ্ধবিমান। ১৯৬২ সালে চিন যুদ্ধে চাপে পড়ার পর ভারত খোঁজ করছিল অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, বিশেষ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমানের। তখনই নজর যায় মিগ-২১ এর দিকে।