Vande Bharat Special Train: দিওয়ালি ও ছট পুজোয় স্পেশাল বন্দে ভারত ট্রেন চলবে, কোন রুটে জানুন

Special train: রেলমন্ত্রকের বিবৃতি অনুসারে, দিল্লি-পটনা, দিল্লি-শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা, দানাপুর-সাহারসা, দানাপুর-বেঙ্গালুরু, আম্বালা, সাহারসা, মুজফফরপুর-যশবন্তপুর, পুরী-পটনা, ওখা-নাহারলাগুন, শিয়ালদহ-এনজেপি, কোচুভেলি-বেঙ্গালুরু, বেনারস-মুম্বই, হাওড়া-রকসল-সহ কয়েকটি রুটে স্পেশাল ট্রেন চলবে। গত বছর উৎসবের মরশুমে মোট ২১৬টি স্পেশাল ট্রেন চলেছে।

Vande Bharat Special Train: দিওয়ালি ও ছট পুজোয় স্পেশাল বন্দে ভারত ট্রেন চলবে, কোন রুটে জানুন
বন্দে ভারত এক্সপ্রেস।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 1:14 AM

নয়া দিল্লি: সাধারণ ট্রেনের মতো এবার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসও (Vande Bharat Express) চালু হচ্ছে। এমনই পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। আসন্ন দিওয়ালি (Diwali) ও ছট পুজোর (Chhath Puja) মরশুমে ট্রেনের টিকিটের চাহিদার কথা বিবেচনা করে এবং ভিড়ে লাগাম টানতেই স্পেশাল বন্দে ভারত ট্রেন (Vande Bharat Special Train) চালু করছে রেল। তবে সব রুটে নয়, নির্দিষ্ট দুটি রাজ্যেই এটি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে টিকিট বুকিংও শুরু হয়ে গিয়েছে।

রেল সূত্রে খবর, বিহারের বাসিন্দাদের অন্যতম বড় উৎসব হল দিওয়ালি ও ছট পুজো। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা বাড়িতে ফেরেন। স্বাভাবিকভাবেই দিওয়ালি ও ছট পুজোর মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। তাই বিহারের রুটেই স্পেশাল বন্দে ভারত ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। নয়া দিল্লি থেকে পটনা রুটে এই স্পেশাল ট্রেন চালু হবে। ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চলবে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক কর্মকর্তা জানান, এবছরই প্রথম পটনা ও নয়া দিল্লি রুটে বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। ছট পুজোর সময় এই রুটে স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস ৩-৪টি ট্রিপ করবে বলেও জানিয়েছেন তিনি। নয়া দিল্লি ও পটনা রুটের মাঝে কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আদ্রা জংশনে ট্রেনটি থামবে।

এবছর দিওয়ালি ও ছট পুজো উপলক্ষ্যে মোট ২৮৩টি ফেস্টিভ্যাল স্পেশাস ট্রেন চালু করছে ভারতীয় রেল। খবরটি নিশ্চিত করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আসন্ন উৎসবের মরশুমে স্পেশাল ট্রেনগুলি সম্মিলিতভাবে মোট ৪,৪৮০টি ট্রিপ করবে। যার মধ্যে পূর্ব-মধ্য রেলওয়ে জোনে ৪২টি ট্রেন এবং পশ্চিম রেলওয়ে জোনে ৩৬টি স্পেশাল ট্রেন চলবে।

দিওয়ালি ও ছট পুজোর সময় যে সমস্ত অঞ্চলে যাত্রীর ভিড় বেশি থাকে, সেই সমস্ত রুটেই স্পেশাল ট্রেন চালানো হবে। রেলমন্ত্রকের বিবৃতি অনুসারে, দিল্লি-পটনা, দিল্লি-শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা, দানাপুর-সাহারসা, দানাপুর-বেঙ্গালুরু, আম্বালা, সাহারসা, মুজফফরপুর-যশবন্তপুর, পুরী-পটনা, ওখা-নাহারলাগুন, শিয়ালদহ-এনজেপি, কোচুভেলি-বেঙ্গালুরু, বেনারস-মুম্বই, হাওড়া-রকসল-সহ কয়েকটি রুটে স্পেশাল ট্রেন চলবে। গত বছর উৎসবের মরশুমে মোট ২১৬টি স্পেশাল ট্রেন চলেছে। এবছর সেই সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।