Fire: হাসপাতালের কাছেই রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন, মৃত ১, অসুস্থ ২৫

ঘটকোপার এলাকায় অগ্নিকাণ্ডের পরই পুনের ভিমা কোরেগাঁও এলাকায় একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কারখানার ২ কর্মী গুরুতর জখম হন।

Fire: হাসপাতালের কাছেই রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন, মৃত ১, অসুস্থ ২৫
পারেখ হাসপাতালের কাছে রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন। ছবি সৌজন্য: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2022 | 6:33 PM

মুম্বই: হাসপাতালের কাছেই বিধ্বংসী আগুনে চাঞ্চল্য ছড়াল বাণিজ্যনগরীতে। প্রাণ গেল এক ব্যক্তির। গুরুতর জখম হয়েছেন ৩ জন। এছাড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে আরও ২২ জন। শনিবার দুপুরে মুম্বইয়ের ঘটকোপার এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

  • শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড বলে দমকল বাহিনী সূত্রে খবর।
  • শেষ পাওয়া খবর পর্যন্ত, দমকলের ৮টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
  • রেস্টুরেন্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ভরে যায় পুরো বহুতল। সেই ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বহুতলের বাসিন্দাদের। ঝুঁকি এড়াতে তড়িঘড়ি গুরুতর অসুস্থ হয়ে পড়া ২২ জনকে ঘটকোপার হাসপাতালে ভর্তি করা হয়।
  • বৃহন্মুম্বই কর্পোরেশনের অতিরিক্ত কমিশনার সঞ্জীব কুমার জানান, পিজা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জখম ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপেই অগ্নিদগ্ধ ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
  • এদিন দুপুর ২টো নাগাদ সেই রেস্টুরেন্টে বিধ্বংসী আগুন লাগে।
  • মুম্বইয়ের ঘটকোপার এলাকায় পারেখ হাসপাতালের কাছে একটি বহুতলের নীচের তলে পিজা রেস্টুরেন্টটি রয়েছে।
  • ঘটকোপার এলাকায় অগ্নিকাণ্ডের পরই পুনের ভিমা কোরেগাঁও এলাকায় একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কারখানার ২ কর্মী গুরুতর জখম হন। তারপর দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।