Pralhad Joshi: স্লোগানই দিয়েছে কংগ্রেস, মোদী দিয়েছেন বিনামূল্যে শস্য: খাদ্যমন্ত্রী

Pralhad Joshi: বৃহস্পতিবার (১১ জুলাই), উত্তর প্রদেশের হাপুরের ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার সিলো বা মজুত কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী । তাঁর সঙ্গে ছিলেন মেরঠের সাংসদ অরুণ গোভিল। তারপরই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমরা ৮০ কোটি মানুষকে প্রতি মাসে ৫ কেজি শস্য সরবরাহ করি। আদের সরকার শুধু স্লোগান দিয়েছিল।

Pralhad Joshi: স্লোগানই দিয়েছে কংগ্রেস, মোদী দিয়েছেন বিনামূল্যে শস্য: খাদ্যমন্ত্রী
হাপুরের সিলোতে খাদ্যমন্ত্রীImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jul 11, 2024 | 6:23 PM

লখনউ: কংগ্রেস সরকার ‘গরিবি হটাও’ এবং ‘রোটি কাপড়া মকান’-এর স্লোগান দিয়েছিল। কিন্তু, কার্যক্ষেত্রে বলার মতো কিছুই হয়নি। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশএর ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১১ জুলাই), উত্তর প্রদেশের হাপুরের ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার সিলো বা মজুত কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তাঁর সঙ্গে ছিলেন মেরঠের সাংসদ অরুণ গোভিল। তারপরই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমরা ৮০ কোটি মানুষকে প্রতি মাসে ৫ কেজি শস্য সরবরাহ করি। প্রধানমন্ত্রী মোদী দেশের দায়িত্ব নেওয়ার আগে, আগের সরকার ‘গরিবি হটাও’ এবং ‘রোটি কাপড়া মকান’-এর মতো স্লোগান দিয়েছিল। কিন্তু উল্লেখযোগ্য কিছুই করা হয়নি। দেশে এই প্রথমবারের মতো প্রত্যেক ব্যক্তি ৫ কেজি করে শস্য পাচ্ছেন। উত্তর প্রদেশের মতো আর যে যে রাজ্যে আমাদের সরকার আছে, তারাও রাজ্যের পক্ষ থেকে অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছে।”

দেশের অন্যতম প্রাচীনতম সিলো বা শস্য সঞ্চয় কেন্দ্র হল হাপুরের শস্য মজুত কেন্দ্র। এটি পরিদর্শনের পর উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, প্রহ্লাদ জোশী সোশ্যাল মিডিয়ায় জানান, উত্তর প্রদেশের ২২টি জায়গায় ৯.২৫ লক্ষ মেট্রিক টনের ‘হাব অ্যান্ড স্পোক মডেল’ সিলো নির্মাণের প্রথম ধাপের অনুমোদন দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫টি জায়গায় আরও ৩.২৫ লক্ষ মেট্রিক টনের ‘হাব অ্যান্ড স্পোক মডেল’ সিলো তৈরির অনুমোদন দেওয়া হবে। এদিন সাংসদ অরুণ গোভিলকে সঙ্গে নিয়ে হাপুরে একটি ন্যায্যমূল্যের দোকানও পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে রেশন নেন এমন কিছু ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে।

এদিন উত্তর প্রদেশের পাটপরগঞ্জে, সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনের একটি ইনল্যান্ড কন্টেইনার ডিপোও পরিদর্শন করেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী। এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার টার্নঅ্যারাউন্ড টাইম কীভাবে কমানো যায় এবং দক্ষতা কীভাবে আরও বাড়ানো যায়, তার বিভিন্ন উপায় নিয়ে এদিন তিনি সিডব্লুসি, পাটপরগঞ্জের অফিসারদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন।