Former CM Charged in POCSO case: শুধু শ্লীলতাহানিই নয়, নির্যাতিতা নাবালিকাকে টাকাও দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বলছে চার্জশিট
Former CM Charged in POCSO case: নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে পুলিশ জানিয়েছে, নাবালিকার মাকে টাকাও দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নাবালিকা ও তার মা যে তাঁর বাড়িতে এসেছিলেন, সেই ভিডিয়ো ও ছবি মুছে ফেলার জন্য টাকা দেন।
বেঙ্গালুরু: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কর্নাটকের সিআইডি। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ইয়েদুরাপ্পা ওই নাবালিকার শ্লীলতাহানি করেন। এমনকি, নির্যাতিতা ও তার মাকে টাকা দেন। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পকসো ধারায় চার্জ গঠন করা হয়েছে।
নাবালিকার মায়ের অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি ইয়েদুরাপ্পার বেঙ্গালুরুর বাসভবনে মেয়েকে নিয়ে গিয়েছিলেন তিনি। মেয়ের উপর পুরনো একটি নির্যাতনের মামলায় সাহায্য চেয়ে ইয়েদুরাপ্পার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। চার্জশিটে সিআইডি জানিয়েছে, ইয়েদুরাপ্পা বাঁ হাত দিয়ে নাবালিকার ডান কব্জি ধরেন। তারপর তাকে পাশের একটি মিটিং রুমে নিয়ে যান। রুমে নিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে দেন। অভিযোগ, রুমে নিয়ে গিয়ে ইয়েদুরাপ্পা নাবালিকাকে জিজ্ঞাসা করেন, তাকে যে ধর্ষণ করেছে, তার মুখ মনে আছে কি না। পুরনো সেই ঘটনার সময় নাবালিকার বয়স ছিল সাড়ে ৬ বছর। অভিযুক্তের মুখ তার মনে আছে বলে জানায় নাবালিকা। তখনই ইয়েদুরাপ্পা নাবালিকার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
নাবালিকা ইয়েদুরাপ্পায় হাত ছাড়িয়ে দরজা খোলার জন্য বলেন। তখন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাবালিকার হাতে কিছু টাকা দিয়ে দরজা খুলে দেন। বাইরে এসে নাবালিকার মায়ের হাতেও কিছু টাকা দেন। এবং তাঁদের তিনি বলেন, এই ঘটনায় কোনও সাহায্য করতে পারবেন না।
ঘটনার মোড় নেয় গত ২০ ফেব্রুয়ারি। নির্যাতিতার মা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই পোস্টে তাঁদের ইয়েদুরাপ্পার বাসভবনে যাওয়ার ছবি রয়েছে। ওই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর সহযোগীদের মাধ্যমে নাবালিকা ও তার মাকে ফের ডেকে পাঠান ইয়েদুরাপ্পা। চার্জশিটে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে ভিডিয়ো মুছে ফেলার কথা বলেন ইয়েদুরাপ্পা। এবং মোবাইল থেকেও ছবি ও ভিডিয়ো মুছে ফেলার জন্য বলেন। এর জন্য এক সহযোগীর মাধ্যমে নাবালিকার মাকে ২ লক্ষ টাকা দেন ইয়েদুরাপ্পা। ৮১ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় চার্জ গঠন করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ খারিজের জন্য কর্নাটক হাইকোর্টে ইতিমধ্যে আবেদন করেছেন কর্নাটকের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।