জেডিএস-র সঙ্গে জোট ছিল মস্ত বড় ভুল, অনুশোচনার সুর সিদ্দারামাইয়ার গলায়

সম্প্রতি কর্নাটকের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দোহাই দিয়ে তিনি বলেছেন, কংগ্রেসের পায়ের তলার মাটি যে এখনও শক্ত রয়েছে, এটাই তার প্রমাণ

জেডিএস-র সঙ্গে জোট ছিল মস্ত বড় ভুল, অনুশোচনার সুর সিদ্দারামাইয়ার গলায়
জেডিএস-র সঙ্গে জোট ছিল মস্ত বড় ভুল, অনুশোচনার সুর সিদ্দারামাইয়ার গলায়
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 6:27 PM

বেঙ্গালুরু: জেডিএস (Janata Dal Secular)-র সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে লড়তে যাওয়ার সিদ্ধান্তটা ছিল ভুল। এই ভুলের খেসারত দিতে গিয়েই ১৪ জন বিধায়ক হাতছাড়া হয় কংগ্রেসের। শুক্রবার এমনই অনুশোচনার সুর শোনা গেল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার (Siddaramaiah) গলায়। একাধিক টুইট করে এদিন এই দাবি করেছেন তিনি।

সম্প্রতি কর্নাটকের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দোহাই দিয়ে তিনি বলেছেন, কংগ্রেসের পায়ের তলার মাটি যে এখনও শক্ত রয়েছে, এটাই তার প্রমাণ। কর্নাটকে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় দুই বছরের বেশি সময় কেটে গিয়েছে। সেই প্রসঙ্গ টেনে এদিন তিনি টুইটারে লিখেছেন, “জনতা দল ইউনাইটেডের সঙ্গে জোটের ফলে লাভের চেয়ে ক্ষতি হয়েছিল বেশি। যদি আমরা জোট না করতাম, তবে ১৪ জন বিধায়কে হারাতে হত না।”

পঞ্চায়েতের ইতিবাচক ফলাফল যে কিছুটা হলেও কর্নাটকে কংগ্রেসকে চাঙ্গা করেছে, তা এদিন সিদ্দারামাইয়ার কথাতেই পরিষ্কার। তিনি লেখেন, “কংগ্রেস কর্নাটক যথেষ্ট শক্তিশালী। সাম্প্রতিক সময়ের গ্রাম পঞ্চায়েতের ফলাফলেই সেটা স্পষ্ট বোঝা গিয়েছে। পরবর্তী বিধানসভা নির্বাচনের চিত্রটাও এখন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। সত্য কখনও চেপে রাখা যায় না।”

আরও পড়ুন: জয় নিশ্চিত, বিজেপি নয় বাংলার মানুষ বলছেন: রোড শো থেকে বার্তা নাড্ডার

এদিন তিনি আরও দাবি করেছেন, “যদি মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস স্বাধীনতার আন্দোলন না লড়ত, তবে ভারত এখনও পরাধীন থাকত।” বিজেপির বিরুদ্ধে তাঁর তোপ, “ওদের কোনও নেতারা স্বাধীনতা সংগ্রামী নন। ওরা কেবল স্বাধীনতার সুবিধা ভোগ করেছেন।” বিজেপি বর্তমান মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগও তিনি এনেছেন।

আরও পড়ুন: ৪ মিনিট ওড়ার পরেই মাঝ আকাশে বেপাত্তা যাত্রীবাহী বিমান