৪ মিনিট ওড়ার পরেই মাঝ আকাশে বেপাত্তা যাত্রীবাহী বিমান

বিমানটি আকাশে ওঠার কিছুক্ষণ পর থেকেই সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে দেশের মুখপাত্র আদিতা ইরাবতী জানিয়েছেন, বিমানটির সঙ্গে শেষ সংযোগ হয়েছিল ২ টো বেজে ৪০ মিনিটে।

৪ মিনিট ওড়ার পরেই মাঝ আকাশে বেপাত্তা যাত্রীবাহী বিমান
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 5:55 PM

জাকার্তা: নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার (Indonesia) শ্রীবিজয়া এয়ারলাইনসের বিমান। রাজধানী জাকার্তা থেকে পন্তিয়ানাক অর্থাৎ বর্নেয়ো আইল্যান্ড যাচ্ছিল বোয়িং-৭৩৭ যাত্রীবাহী বিমান। বিমানটি আকাশে ওঠার কিছুক্ষণ পর থেকেই সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে দেশের সরকারের মুখপাত্র আদিতা ইরাবতী জানিয়েছেন, বিমানটির সঙ্গে শেষ সংযোগ হয়েছিল ২ টো বেজে ৪০ মিনিটে।

তিনি বলেন, “শ্রীবিজয়া বিমান জাকার্তা থেকে পন্তিয়ানাক যাওয়ার পথে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।” বিমান ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ১০ হাজার ফুট উঁচুতে ৪ মিনিট ওড়ার পরই বিমানটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: ‘শীঘ্রই পদত্যাগ না করলে হঠিয়ে দেওয়া হবে ট্রাম্পকে’

বিমানে কত জন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। তবে বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে বিমান ৬ শিশু, ১ সদ্যজাত-সহ ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়া সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি।

সবিস্তারে আসছে…