Bharat Ratna Awards: ভারতরত্ন পাচ্ছেন দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও ও চৌধুরি চরণ সিং, লোকসভার আগেই বড় সিদ্ধান্ত সরকারের

PM Narendra Modi: লালকৃষ্ণ আদবাণীর পর আরও তিন বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের ভারতরত্নে সম্মানিত করার ঘোষণা করল সরকার। ভারতরত্ন পাচ্ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও। এছাড়া চৌধুরি চরণ সিং ও ডঃ এমএস স্বামীনাথনকেও।

Bharat Ratna Awards: ভারতরত্ন পাচ্ছেন দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও ও চৌধুরি চরণ সিং, লোকসভার আগেই বড় সিদ্ধান্ত সরকারের
ভারতরত্ন পাচ্ছেন দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট কৃষি বিজ্ঞানী।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 1:41 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। লালকৃষ্ণ আদবাণীর পর আরও তিন বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের ভারতরত্নে সম্মানিত করার ঘোষণা করল সরকার। ভারতরত্ন পাচ্ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং ও কৃষি বিজ্ঞানী ডঃ এমএস স্বামীনাথনকেও ভারতরত্নে সম্মানিত করা হচ্ছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানান।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও-কে ভারতরত্নে সম্মানিত করা হচ্ছে। তিনি বলেন, “পিভি নরসিমহা রাওয়ের দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। দেশের উন্নতি ও সম্মৃদ্ধির ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন তিনি।”

প্রধানমন্ত্রী মোদী লেখেন, “বিশিষ্ট পণ্ডিত ও রাষ্ট্রনায়ক হিসাবে নরসিমহা রাও গারু ভারতকে ননা দিক থেকে সমৃদ্ধ করেছিলেন। দীর্ঘ সময় ধরে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ হিসাবে তাঁর কাজ সর্বদা মনে রাখা হবে। প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর বিভিন্ন পদক্ষেপের কারণেই ভারত বিশ্বমঞ্চে পৌঁছতে পেরেছিল। পাশাপাশি দেশের বিদেশ নীতি, ভাষা ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান শুধুমাতের ভারতকে কঠিন ও জটিল পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে সাহায্য়ই করেনি, একইসঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যকেও সমৃদ্ধ করেছে।”

দেশের দশম প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল অবধি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পিভি নরসিমহা রাও-কে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার পরই তাঁর নাতি এনভি সুভাষ বলেন, “দীর্ঘ সময় ধরে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদানকে অবহেলা করা হয়েছিল। আমি অত্যন্ত খুশি যে নরসিমহা রাওজিকে ভারতরত্ন সম্মান দেওয়া হচ্ছে। আমি খুব খুশি। প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাতে চাই। অবশেষে তার অবদান স্বীকৃতি পেল।”

শুধু নরসিমহা রাও-ই নন, ভারতরত্ন সম্মান পাচ্ছেন আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংও। দেশের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। গণতন্ত্রে তাঁর অবদান ও দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য তাঁর লড়াইয়ে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এটা আমাদের সরকারের সৌভাগ্য যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং-কে ভারতরত্ন সম্মানে সম্মানিত করতে পারছে। উনি নিজের গোটা জীবন কৃষকদের অধিকার ও উন্নতির লক্ষ্যে জীবন উৎসর্গ করেছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীই হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা বিধায়ক হিসাবে তিনি দেশ গড়তে বরাবরই অবদান রেখেছেন।”

ভারতরত্ন সম্মান পাচ্ছেন কৃষিবিজ্ঞানী ডঃ এমএস স্বামীনাথনকেও ।