Jammu and Kashmir: কাশ্মীরে এই প্রথম, শ্রীনগরে গতির ঝড় তুলবে ফর্মুলা কার

Formula Car Show Run: আগামী ১৭ মার্চ (রবিবার) রেসিং কারের দূরন্ত গতির সাক্ষী থাকবে উপত্যকাবাসী। আয়োজন করা হচ্ছে ফর্মুলা কারের এক দুরন্ত শো-রানের। কাশ্মীর ট্যুরিজমের পৃষ্ঠপোষকতায় ইন্ডিয়ান রেসিং লিগ ও ফর্মুলা-৪ যৌথভাবে এই ফর্মুলা কার শো রানের আয়োজন করছে। অ্যাডভেঞ্চার স্পোর্টসের এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী থাকার এ এক অনন্য সুযোগ কাশ্মীরবাসী তথা গোটা দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য।

Jammu and Kashmir: কাশ্মীরে এই প্রথম, শ্রীনগরে গতির ঝড় তুলবে ফর্মুলা কার
ফর্মুলা কার শো-রানImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Mar 15, 2024 | 9:22 PM

শ্রীনগর: উপত্যকার সামগ্রিক ছবিতে আমূল বদল এসেছে সাম্প্রতিক সময়ে। এই শান্তি ও বিকাশের নয়া ইতিহাস লিখছে জম্মু ও কাশ্মীর। কাশ্মীরে এখন শিল্প-সংস্কৃতি থেকে শুরু করে খেলাধুলোর প্রসারে লাগাতার উৎসাহ দেওয়া হচ্ছে। আর এবার কাশ্মীর এমন এক ঘটনার সাক্ষী থাকতে চলেছে, যা উপত্যকায় আগে কখনও হয়নি। আগামী ১৭ মার্চ (রবিবার) রেসিং কারের দূরন্ত গতির সাক্ষী থাকবে উপত্যকাবাসী। আয়োজন করা হচ্ছে ফর্মুলা কারের এক দুরন্ত শো-রানের। কাশ্মীর ট্যুরিজমের পৃষ্ঠপোষকতায় ইন্ডিয়ান রেসিং লিগ ও ফর্মুলা-৪ যৌথভাবে এই ফর্মুলা কার শো রানের আয়োজন করছে। অ্যাডভেঞ্চার স্পোর্টসের এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী থাকার এ এক অনন্য সুযোগ কাশ্মীরবাসী তথা গোটা দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য।

ফর্মুলা-৪-এর এই শো-রান আয়োজিত হবে শ্রীনগরের ডাল লেক রোডে। রবিবার সকাল ১০ টা থেকে শুরু হবে এই শো-রান। প্রথমবার এমন কোনও অ্য়াডভেঞ্চার স্পোর্টস আয়োজিত হচ্ছে কাশ্মীরে, আর এই ইভেন্ট নিয়ে উপত্যকাবাসীর মধ্যেও উন্মাদনা তুঙ্গে। গোটা শ্রীনগরবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে এই শো রান শুরু হওয়ার। একদিকে কাশ্মীরের মনোরম প্রাকৃতিক শোভার মধ্যে ডাল লেকের ধারে এই অনবদ্য ইভেন্ট। সঙ্গে ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালের এই অনুষ্ঠানে নিজেদের দক্ষতা তুলে ধরার মঞ্চ পাবেন স্থানীয় রেসাররা। স্থানীয় প্রতিভাদের জন্য একটি মঞ্চ তুলে ধরা এবং কাশ্মীর উপত্যকার পরিবেশকে আরও ইতিবাচক করে তোলাই এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য।

ইন্ডিয়ান রেসিং লিগ এর আগে দুটি মরশুমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২২ ও ২০২৩ সালে দুর্দান্ত সাফল্যের পর এবার আরও একবার হাজির তারা। এই শো-রানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৬টি দল। শ্রীনগরের অন্যতম আকর্ষণ হল ডাল লেক। সেই ডাল লেক রোডের আঁকা-বাঁকা পাহাড়ি মনোরম রাস্তায় গতির ঝড় তুলবে রেসিং গাড়ি। রেসিং-এর রুটের মোট দৈর্ঘ্য ১.৭ কিলোমিটার। সকাল ১০টা থেকে শুরু হয়ে এই ইভেন্ট চলবে দুপুর ২টো পর্যন্ত। অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে কাশ্মীরের বিভাগীয় কমিশনার বিজয় কুমার বিধুরি জানিয়েছন এই ধরনের ইভেন্ট উপত্যকার তরুণ প্রজন্মের জন্য একটি বড় আকর্ষণ হয়ে উঠবে এবং ফর্মুলা ৪ খেলার প্রতি তাঁদের আগ্রহ ও উৎসাহও বাড়বে।