এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের চারজন মৃত

৪৫ বছরের মহিলা মারা গিয়েছেন। সেই সঙ্গে মৃত তার তিন সন্তান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব দিল্লির ফরশবাজার (Farsh Bazar) অঞ্চলে।

এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের চারজন মৃত
সিলিন্ডার ব্লাস্ট
Follow Us:
| Updated on: Jul 02, 2021 | 12:01 AM

নয়াদিল্লি: রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে মারা গেলেন একই পরিবারের চার সদস্য। দিল্লির (Delhi) ঘটনায় শোকের ছায়া। রান্না করার সময় হঠাৎ করে সিলিন্ডার (Cylinder) বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে মারা যান চারজন। ওই পরিবারের আরও এক সদস্য গুরুতর জখম। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে দেহের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তার চিকিৎসা চলছে।

সিলিন্ডার বিস্ফোরণের ফলে বাড়ির ছাদের একটা অংশ উড়ে যায়। সট সার্কিট থেকে আগুন লাগে এবং পরে সেই আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডার ব্লাস্ট করে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ৪৫ বছরের মহিলা মারা গিয়েছেন। সেই সঙ্গে মৃত তার তিন সন্তান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব দিল্লির ফরশবাজার অঞ্চলে।

মৃত মহিলার নাম মুন্নি দেবী। দমবন্ধ হয়ে মারা যায় তিন সন্তান নরেশ সুমান ও প্রকাশ। সিলিন্ডার বিস্ফোরণের পর সাড়া বাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: মৃত অবস্থায় উদ্ধার ডাক্তার দম্পতি, পুলিশের অনুমান আত্মহত্যা